Home » , » চিলাহাটিতে সড়ক দুর্ঘটনায় এক শিশু আহত

চিলাহাটিতে সড়ক দুর্ঘটনায় এক শিশু আহত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 8, 2023 | 3/08/2023 04:57:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে সড়ক দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে- জেলার চিলাহাটি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আজ বুধবার দুপুর ১:৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থল গিয়ে আহত শিশুকে বোড়াগাড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত শিশুটি কারেঙ্গাতুলির আব্দুল আজিজ ও তাসমিন আক্তারের মেয়ে নাইমুনা (২)। চিলাহাটি ফায়ার সার্ভিস লিডার নূরে আলম সিদ্দিকী চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- খবর পেয়েই আমার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।