এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ আগুনে পুড়ে দিনাজপুরের খানসামা উপজেলায় নিঃস্ব ৯ দরিদ্র পরিবার। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ছাতিয়ানগড় তারাপদ পাড়া ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) মধ্যরাতে উপজেলার ছাতিয়ানগড় গ্রামের তারাপদ পাড়ায় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খানসামা ও নীলফামারী ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু বিদ্যুতের কারণে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় নিমিষেই ৯টি দরিদ্র পরিবারের শয়ন কক্ষ, রান্না ঘর ও গোঁয়ালঘর মিলে প্রায় ২০ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আসবাবপত্র, কাগজপত্র ও শিক্ষার্থীদের বই পুড়ে যায়।
পরে ঘটনাস্থল উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে সহায়তা করেন।