Home » , » চিলাহাটিতে দুই ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

চিলাহাটিতে দুই ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ, চালক আহত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 18, 2023 | 1/18/2023 12:18:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেন। তিনি চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। আহতরা হলেন- রুপসার লোকোমাস্টার নাজমুল হক ও মিতালীর সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান। 
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী চিলাহাটি ইউনিটের এএসআই নেসারুজ্জামান চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- মিতালী এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন এখনও চালু আছে। লোকোমাস্টার দুজনেই আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না । আমরা চেষ্টা করছি ইঞ্জিন বন্ধ করার।