Home » » পীরগঞ্জ-রানীশংকৈল উপনির্বাচনে প্রচারণা জমে উঠেছে

পীরগঞ্জ-রানীশংকৈল উপনির্বাচনে প্রচারণা জমে উঠেছে

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 18, 2023 | 1/18/2023 12:07:00 PM

ইয়াসিন আলী
শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি :  পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে ঠাকুরগাঁও ৩ আসন। এই আসনে উপনির্বাচনে প্রচার প্রচারণা জমে উঠেছে। বিএনপি’র সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় এ আসনটি শূন্য হয় এবং ২০২৩ সালের ১ ফেব্রুয়ারী এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও ৩ আসনে সংসদ সদস্য পদের উপনির্বাচনে ৫ জন প্রার্থী ভোটের লড়াই করছেন। প্রার্থীরা হলেন- জাপার সাবেক এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মদ (লাঙ্গল), ওয়াকার্স পার্টির সাবেক এমপি ও ১৪ দল সমর্থিত মোঃ ইয়াসিন আলী (হাতুড়ি), বিএনএফ পার্টির সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাকের পার্টির ইমদাদুল হক (গোলাপফুল) ও এনপিপি পার্টির সাফি আল আসাদ (আম) প্রতীকে নির্বাচনী প্রচারণা করছেন।
হাফিজ উদ্দিন আহম্মদ

সতন্ত্র প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায়ের প্রার্থীতা বাতিল হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার আনাচে কানাচে প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা করলেও লাঙ্গল ও হাতুড়ি মার্কার প্রার্থীর প্রচার প্রচারণা সর্বত্র রয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বেশ কয়েকটি গ্রামে ভোটারদের সাথে সাক্ষাতকালে তারা এ সংবাদদাতাকে জানান, জাপার সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মদ ঠাকুরগাঁও ৩ আসনে দুই বার সংসদ সদস্য ছিলেন। তিনি ব্যক্তি হিসেবে সব শ্রেণীর মানুষের কাছে সৎ, গ্রহণযোগ্য ও ভালো মানুষ হিসেবে পরিচিত । তার শাসনমালে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন দুই উপজেলার মানুষের কাছে কালের সাক্ষী হয়ে আছে। ফলে, তিনি বিজয় হওয়ার সম্ভবনা অনেক বেশি বলে ভোটাররা জানান। অপরদিকে ওয়াকার্স পার্টির ও ১৪ দল সমর্থিত সাবেক এমপি মোঃ ইয়াসিন আলী ৫ বছর এমপি থাকাকালীন এলাকায় তার কোন দূর্নাম নেই। নির্বাচনী ব্যয়ভার বহন করতে তিনি হিমশিম খাচ্ছেন। ফলে, নির্বাচনী প্রচার প্রচারণায় জাপার প্রার্থীর চেয়ে তিনি পিছিয়ে আছেন। অবশিষ্ট তিন প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলছে। নির্বাচনী প্রচার প্রচারণার সময় যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সব শ্রেণীর প্রশাসন তৎপর রয়েছে।