Home » , , » চিলাহাটি সীমান্তে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাৎ

চিলাহাটি সীমান্তে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাৎ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 10, 2023 | 1/10/2023 04:38:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি সীমান্তে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকালে চিলাহাটির ডাঙ্গাপাড়া সীমান্তের ৭৮২/১এস শূন্যরেখায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ানের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুজ্জামান হাকিম, চিলাহাটি কোম্পানি হেড কোয়ার্টার্স সুবেদার মোহাম্মদ আব্দুল ওয়ারেছ। অপরদিকে ভারতীয় ১৫ বিএসএফের কমান্ডেট শ্রী অরুপ কুমার উপস্থিত ছিলেন।