নুরনবি হাসান ,নিয়ামতপুর, প্রতিনিধিঃ আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃন্য চক্রান্ত করে ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর তারা এদেশের দোসরদের সঙ্গে নিয়ে শিক্ষক, চিকিৎসক,বিজ্ঞানী, প্রকৌশলী, সাহিত্যিক, শিল্পী,সাংবাদিক, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ বহু মানুষকে হত্যা করে, বিশেষ করে আজকের এই দিনে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় বাঙালি জাতি তাই এই দিবসটি শ্রদ্ধাভরে স্মরণ করে তারই ধারাবাহিকতায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দিবসটি যথাযথ মর্যদায় পালন করা হয়, সকালে দলীয় অফিসে জাতীয় পতাকা, দলীয় পতাকা ,সহযোগী সংগঠনের পতাকা উত্তলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আবুল কালাম আজাদ, এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক -জাহিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি -ঈশ্বর চন্দ্র বর্মন, সরকার কামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মেদ সজল,উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক-ইসমাইল হোসেন, আওয়ামীযুবলীগের উপজেলা কমিটির অন্যতম সদস্য মাহাবুবুল ইসলাম মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, ছাত্রলীগ উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকীসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের আরো অনেক নেতৃবৃন্দ।
নিয়ামতপুর আওয়ামী লীগ দলীয় অফিসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
12/14/2022 08:39:00 PM
বিভাগ