Type Here to Get Search Results !

কে এস আবদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শাহানাজ পারভীন, চট্টগ্রাম : কে এস আবদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর ২২ খ্রিঃ তারিখে সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সচিব আক্তার জাহান এর সভাপতিত্বে ও আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক ইঞ্জিনিয়ার অমল রুদ্র।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আবছার।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষক প্রদীপ বড়ুয়া।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন,ফারহানা নাসরিন লাইলা জাহান,আফসানা বেগম,নাহিদ পারভীন প্রমূখ।প্রধান অতিথি বক্তব্য বলেন আজকের শোককে শক্তিতে রুপান্তর করে ছাত্র ছাত্রী কে সমৃদ্ধ জাতি গঠনে ভালো রেজাল্ট করে দেশের বুদ্ধিজীবী হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবানে জন নেত্রী শেখ হাসিনা এর হাতকে শক্তিশালী করতে হবে।