Type Here to Get Search Results !

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চিলাহাটির আপেল, বেঁচে থাকার আকুতি

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : 'মানুষ মানুষেরই জন্য’ একটু সহানুভুতি কি আপেল পেতে পারে না? নীলফামারী জেলার চিলাহাটির এলএসডি পাড়ার মৃত.আব্দুল মতিন এর ছেলে আপেল ইসলাম।
গত এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তাররা তার প্রাথমিক চিকিৎসা করেন এবং সেখান থেকে জানা যায় আপেলের মাথার খুলি ফেটে গেছে।
বর্তমানে সে ওই হাসপাতালের ১০০ নং ওয়ার্ডের ৮ নং ইয়োলো বেটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা পরিবারকে জানিয়েছেন, আপেলকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন। প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন। তার অসহায় মা ও ভাইয়ের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তারা প্রায় ২ লাখ টাকা যোগাড় করেছে। বাকি তিন লাখ টাকা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। 
অসুস্থ আপেলকে বাঁচাতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সবার সহযোগিতা পেলে বাঁচবে আপেল। অসহায় মা, স্ত্রী ও সন্তান আজ অসহায় আপেলকে বাঁচানোর আকুতি নিয়ে দ্বারস্থ হয়েছেন সকলের দোয়ারে।
তাকে সাহায্য পাঠানো যাবে বিকাশ নম্বর-  01310739509। 

Top Post Ad

Hollywood Movies