Type Here to Get Search Results !

৮৪ বছর বয়সে লিঙ্গ পরিবর্তন

চিলাহাটি ওয়েব, আর্ন্তজাতিক ডেস্ক : ৮৪ বছর বয়সে এসে একজন চীনা পুরুষ লিঙ্গ পরিবর্তন করে নারী হতে চান।
এ জন্য নারীদের পোশাক পরতে শুরু করেছেন কিয়ান জিনক্যান নামের ওই পুরুষ। নিজের স্তনের সাইজ বড় করতে ৪ বছর আগে এক ধরনের হরমোন নেয়া শুরু করেন কিয়ান।
তবে ৪ বছর ধরে গোপনে করলেও এগুলো এখন প্রকাশ্যে করার সিদ্ধান্ত নিয়েছেন এক সন্তানের জনক। এজন্য নিজের পুরুষ নাম পরিবর্তন করে নারী নাম ইলিং ধারণ করেছেন তিনি। এতে করে ছোটবেলার নিজেকে মেয়ে দেখার স্বপ্ন পূরণ করতে চান তিনি।
যা দীর্ঘ ৮০ বছর গোপন রেখেছেন। গতকাল এ খবর দিয়ে টিটিআই জানায়, কিয়ান বলেছেন, বাল্যকাল থেকেই আমি ভাবতাম মেয়ে হওয়াই সবচে’ ভাল।
১৪ বছর বয়স থেকেই মেয়েদের মতো করে হাঁটা ও তাদের পোশাক পরা পছন্দ করতাম আমি। তবে একাকী থাকা অবস্থায়ই আমি প্রকৃত আমাকে অনুভব করতাম জানান কিয়ান থেকে ইলিংয়ে রূপান্তরিত হওয়া বৃদ্ধ।
পেশায় ক্যালিওগ্রাফার কিয়ান এতো বছর পিতা-মাতা, স্ত্রী ও সন্তানদের প্রবঞ্চনা দিয়ে আসছিলেন। তারা কখনও একজন নারী হিসেবে তাকে ভাবেননি।
যদিও ১৯৮০ সাল থেকেই নারীদের চাপা পোশাক পরে আসছিলেন কিয়ান। তিনি বলেন, বর্তমানের আমিই আসল। যা গত ৮০ বছর ঢাকা পড়েছিল। তিনি নারীদের বিশ্রাম ঘরে যান এবং তার স্ত্রী তার নারী পোশাকেই তার সঙ্গে বেড়াতে যান।
১৯৬০ সালেও একবার নিজেকে নারী বানানোর বড়ি নিয়েছিলেন কিয়ান। তবে সেটা ধরে রাখেননি তিনি। অনেক সময় লিঙ্গ পরিবর্তনের অপারেশন করতে গিয়েও দীর্ঘ প্রক্রিয়া ও জটিলতার কারণে তা এড়িয়ে থেকেছেন বলে জানান চীনের সাউদার্ন গুয়াংডং প্রদেশের বাসিন্দা কিয়ান জিং ফাং।