Type Here to Get Search Results !

পার্বতীপুরে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যু

রাজু কুমার দাস, পার্বতীপুর : দিনাজপুরর পার্বতীপুরে বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত অনুমানিক দেড়টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। 
রবীন্দ্রনাথ সরেন দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা অসুখে ভুগছিলেন। ১ জানুয়ারি তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউয়ে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত মঙ্গলবার তাঁকে বাড়িতে আনা হয়। আজ শনিবার তাঁর শেষকৃত্য। রবীন্দ্রনাথ সরেন কৃষিকাজের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন–সংগ্রামে যুক্ত ছিলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন তিনি। তিনি ১৯৯০ সালে নওগাঁর আঘোর নিয়ামতপুরে প্রথম সিধু-কানু চাঁদ ভৈরব স্মৃতিসংঘ প্রতিষ্ঠা করেন এবং এই অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রামগাথা তুলে ধরেন। ১৯৯৬ সালে নওগাঁর মহাদেবপুরের নাটশালে তিনিই প্রথম কারাম উৎসব শুরু করেন, যা পরবর্তী সময়ে সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়ে। ১৯৯৩ সালে তিনি জাতীয় আদিবাসী পরিষদ গঠন করেন। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার তেভাগা চত্বরে সিধু–কানুর ম্যুরাল নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০০১ সালে আলফ্রেড সরেন হত্যার প্রতিবাদে তিনি আন্দোলন করেছিলেন। ফুলবাড়ি কয়লা খনিবিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রাখেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমির অধিকার ও স্বাধীন ভূমি কমিশন গঠনে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। তাঁহার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব,হাফিজুল ইসলাম প্রামানিক,পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব, আমজাদ হোসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি –বাবু কৈলাশ সোনার সাধারণ সম্পাদক বাবু-দিপেশ রায় এবং পার্বতীরের স্থানিয় অঙ্গসংঠনসহ বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু কুমার দাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies