Home » » দিনাজপুর-৬ আসনে প্রতীক পেল ৪ প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু

দিনাজপুর-৬ আসনে প্রতীক পেল ৪ প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, December 18, 2023 | 12/18/2023 10:25:00 PM

ইব্রাহীম মিঞা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শাকিল আহমেদ প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিদের প্রতীক বরাদ্দ দেন।
দিনাজপুর-৬ সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ পাওয়া ৪ প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৩য় বারের মতো শিবলী সাদিক নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক জাতীয় সংসদ সদস্য ডঃআজিজুল হক চৌধুরী ট্রাক প্রতীক, তৃণমূল বিএনপির মোঃ মোফাজ্জল হোসেন সোনালী আঁশ প্রতীক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মোঃ শাহ আলম বিশ্বাস মশাল প্রতীকে ভোটে লড়বেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। প্রতীক নিয়েই প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।এই প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪। সরেজমিনে বিরামপুর উপজেলার ঢাকা মোড়,নতুন বাজার, কাটলা, হাবিবপুর বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রতীক বরাদ্দ হওয়ার পর পরেই প্রার্থীদের সমর্থকরা পোস্টার,ব্যানার লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা এবং অটোরিকশায় মাইকিংয়ের মাধ্যমে বিভিন্ন সুরে ও গানে প্রার্থীর প্রতীকে ভোটের আবেদন। ভোটারদের সাথে কথা হলে তারা জানায় এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী দুই বারের এমপি শিবলী সাদিক ও ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক জাতীয় সংসদ সদস্য ডঃআজিজুল হক চৌধুরীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বতা জমে উঠবে।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান দিনাজপুর -৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫২৫৬৭৪ পুরুষ ভোটার ২৬২৫৫৩ সংখ্যা মহিলা ভোটার ২৬৩১১০ সংখ্যা হিজড়া ভোটার সংখ্যা ১১ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ঘোষিত সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি প্রার্থী ও সমর্থকেরা আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল পক্ষের সহায়তা আমাদের প্রত্যাশিত।