Home » » বিরামপুরে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা

বিরামপুরে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, August 15, 2023 | 8/15/2023 12:04:00 AM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ছোট যমুনা নদীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। 
সোমবার (১৪ আগস্ট) সকালে বিরামপুর উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে বিরামপুরের ছোট যমুনা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন।এসময় অভিযানে সার্বিক সহযোগিতা প্ৰদান করেন উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মচারীগণ।অভিযানে ৫ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যা প্রায় ১০০ মিটার, যার আনুমানিক বাজার মূল্য ৩০ (তিরিশ )হাজার টাকা।পরে জব্দকৃত জাল নদীর পাড়ে প্রকাশ্য দিবালোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ কাউসার হোসেন জানান,মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা ব্যাপী আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।