Home » » রোটারী ক্লাব অব ঢাকার প্রতিনিধি দলকে সংবর্ধনা

রোটারী ক্লাব অব ঢাকার প্রতিনিধি দলকে সংবর্ধনা

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 3, 2023 | 6/03/2023 11:55:00 PM

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) : রোটারী ক্লাব অব ঢাকা হতে আগত একটি প্রতিনিধি দল দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে এলে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট ও রোটারী ক্লাব রংপুর জোনের (আরআই ডিসট্রিক্ট-৩২৮১) লেঃ গর্ভঃ রণজিৎ কুমার সিংহ তাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
রোটারী ক্লাব অব ঢাকা’র প্রতিনিধি দলের স্টাফ ফোরামের প্রেসিডেন্ট সানোয়ার হোসেন নওরোজ এর নেতৃত্বে সেক্রেটারী রোটারী মিজানুর রহমান, রোটারী এ.এন মনছুরুল হক সোহেল, নুরুল ইসলাম সাজু, সোহেল হোসেন, এস.এম এমদাদ হোসেন, রিপন পারভেজ, ইদ্রিস আলী মোল্লা, রুহুল আমিনসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করার জন্য ঢাকা হতে আসেন। এসময় দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারী আব্দুস সাত্তার ও স্টার সেক্রেটারী রোটারী আরিফুজ্জামান তাদের সঙ্গে ছিলেন।