Home » » পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ

পার্বতীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কোচিং ফি বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, June 27, 2023 | 6/27/2023 12:33:00 AM

বদরুদ্দোজা বুলু : প্রতিবন্ধীদের কাছে গিয়ে যখন কোচিং ফি বিতরণ করছিলেন তখন কোচিং ফি হাতে পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল-কে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানালেন প্রতিবন্ধী ফরিদুজ্জামান। পরে সাথে সাথেই ইউএনও সাহেবও তাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানালেন। শুধু তাকেই নয় উপস্থিত সকলকেই অগ্রিম ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। 
গতকাল সোমবার (২৬ জুন) সকালে লিলিয়ান ফন্ডস সিসিডি এর সহযোগীতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) আয়োজনে সংস্থাটির প্রশিক্ষণ কক্ষে বাস্তবায়নে সিটিডাব্লিউ-চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পে পার্বতীপুরে ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা হারে কোচিং ফি বিতরণ করা হয়। এর মধ্যে ২২ জন ছেলে ও ৮ জন মেয়ে। এসব শিক্ষার্থী প্রাইমারী থেকে কলেজ পর্যন্ত শিক্ষার্থী রয়েছেন। অনুষ্ঠানে বেসরকারী উন্নয় সংস্থা কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) এর প্রধান নির্বাহী পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থী নাজমুজ শাকিব। প্রধান অতিথি বলেন, সকল প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষার্থীরা প্রতিবন্ধী ভাতা না নিয়ে শিক্ষা উপবৃত্তি নিয়ে লেখা পড়ার পরামর্শ প্রদান করেন। এরকম অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করেন প্রধান অতিথি। পরে তিনি ৩০ জন শিক্ষার্থীদের হাতে কোচিং ফি বাবদ এক হাজার টাকা তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কাম টু ওয়ার্কের (সিটিডাব্লিউ) নামক সংস্থাটির ফিজিও থেরাপিষ্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এময় উপস্থিত ছিলেন, প্রসাশনিক কর্মকর্তা (অর্থ) ও ফোকাল পারসন মোকাররম হোসেন মানিক ও সংস্থাটির সিপিও মমতাজুর রহমান প্রমুখ।