Type Here to Get Search Results !

পীরগঞ্জে ৯২ গ্রাম্য পুলিশের ৪৩ মাসের ভাতা বকেয়া

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অধীনে ৬ জন দফাদার সহ ৯২ জন গ্রাম্য পুলিশ কর্মরত রয়েছে। এসব গ্রাম্য পুলিশ নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সহ রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের পরিশ্রমের শেষ নেই।
অথচ প্রত্যক সপ্তাহের রবিবার নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকে তারা পীরগঞ্জ থানায় সাপ্তাহিক হাজিরা দিতে আসেন। সরকারি ভাবে প্রতি হাজিরার জন্যে ৩০০ টাকা সম্মানি ভাতা ধার্য্য করা হয়। এক মাসে ১ হাজার ২শ টাকা হলে একজন গ্রাম্য পুলিশের ৪৩ মাসের ৫১ হাজার ৬শ টাকা বকেয়া রয়েছে। ৯২ জন গ্রাম্য পুলিশের মোট ৪৭ লক্ষ ৪৭ হাজার ২ শত টাকা মোট বকেয়া রয়েছে। এসব বকেয়া টাকা বছরের পর বছর পেরিয়ে গেলেও তারা পাচ্ছে না।
উপজেলা পরিষদের যে ফান্ড থেকে এসব বকেয়া টাকা পরিশোধ করার নির্দেশনা রয়েছে ওই ফান্ডে তাদের বকেয়া টাকা পরিশোধ করার মত পর্যাপ্ত অর্থ নেই। ফলে, গ্রাম্য পুলিশদের থানায় সাপ্তাহিক হাজিরার সম্মানি ভাতা পরিশোধ করতে পারছে না উপজেলা প্রশাসন। বকেয়া ভাতা পরিশোধের জন্যে সরকারকে নতুন কোন পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। 
এসব বকেয়া টাকা আদায় করার জন্যে অসংখ্য বার গ্রাম্য পুলিশরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়েও সুরাহ পাচ্ছে না। ফলে, তাদের মধ্যে ক্ষোভ ও অশান্তি বিরাজ করছে। বর্তমানে ৯২ জন গ্রাম্য পুলিশের ৪৩ মাসের থানায় সাপ্তাহিক হাজিরা বাবদ মোট ৪৭ লক্ষ ৪৭ হাজার ২শত টাকা বকেয়া রয়েছে। এসব টাকা তারা আদৌ পাবেন কিনা এই নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
রবিবার গ্রাম্য পুলিশদের দফাদার শ্রী সগেন চন্দ্র রায় জানান, আমাদের বকেয়া টাকা পরিশোধের জন্যে সরকারি ভাবে নতুন কোন সিদ্ধান্ত নেওয়া দরকার। নইলে, বছরের পর বছর আমাদের মাসিক সম্মানির টাকা পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে, তারা জরুরি ভাবে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies