Saturday, December 3, 2022

চিলাহাটি রেলওয়ে স্টেশন

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : চিলাহাটি রেলওয়ে স্টেশন হল চিলাহাটি-দর্শনা ব্রডগেজ লাইনের একটি শেষ রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটি সীমান্তবর্তী স্টেশন। ১৯৬৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এটা বাংলাদেশ - ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ে ট্রানজিট পয়েন্ট ছিলো।
মিতালী এক্সপ্রেস চালু মাধ্যমে ৫৫ বছর পর রেলপথটি আবার চালু করা হয় । স্টেশনটি চিলাহাটি ও ভারতে পরিষেবা প্রদান করে। ২০২০ সালের ১৭ই ডিসেম্বর থেকে একটি মালবাহী ট্রেন হলদিবাড়ি থেকে চিলাহাটি চলাচল করছে। ১লা জুন, ২০২২ইং হতে এই রেলওয়ে স্টেশন দিয়ে ভারতের জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক রেল যোগাযোগ শুরু হয়।
চিলাহাটি রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো :- 
 
* নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি-ঢাকা

       * রূপসা এক্সপ্রেস চিলাহাটি-খুলনা

       * সীমান্ত এক্সপ্রেস চিলাহাটি-খুলনা

       * বরেন্দ্র এক্সপ্রেস চিলাহাটি-রাজশাহী

       * তিতুমীর এক্সপ্রেস চিলাহাটি-রাজশাহী

       * চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি-পার্বতীপুর

       মিতালী এক্সপ্রেস ঢাকা-চিলাহাটি-নিউ জলপাইগুড়ি

       * খুলনা মেইল চিলাহাটি-খুলনা

·      

     


শেয়ার করুন