Home » » পীরগঞ্জে ধানের বাম্পার ফলন : দাম পেয়ে কৃষক খুশি

পীরগঞ্জে ধানের বাম্পার ফলন : দাম পেয়ে কৃষক খুশি

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, November 22, 2022 | 11/22/2022 12:25:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সর্বত্র সোনালী আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের পর্যাপ্ত মূল্য পেয়ে এ বছর কৃষক খুশি। পৌর এলাকা সহ উপজেলার ১৭৩টি গ্রামে এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন বেশী হয়েছে। উপজেলার গ্রামের হাট বাজার গুলোতে বিশেষ করে কালোপীর, লোহাগাড়া, চাঁদপুর, নসিবগঞ্জ, জাবরহাট, বৈরচুনা, বোর্ডহাট, পীরগঞ্জ কলেজ বাজার ও নাকাটি হাটে কৃষকরা প্রচুর পরিমাণে ধান বিক্রি করছেন।
জাবরহাট গ্রামের কৃষক সলেমান আলী, চাপোর এলাকার কৃষক আব্দুল বাসেদ, মছলন্দপুর গ্রামের কৃষক মোঃ দান আলী সোমবার এ প্রতিনিধিকে জানান ৮০ কেজি ওজনের এক বস্তা আমন ধান ২৩/২৪শ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ১ বস্তা ধান গত ১৫/১৮শ টাকা বিক্রি করা হয়েছিল। এবছর বস্তা প্রতি ৬শ টাকা বেশী মূল্যে ধান বিক্রি হচ্ছে। ধান উৎপাদনের সময় কৃষকরা পর্যাপ্ত সার ও উন্নত মানের বীজ ক্রয় করতে পেরেছে এবং আবহাওয়া অনুকুলে থাকায় এমনকি পোকা মাকড়ের উপদ্রব কম থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। 
উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, কৃষকরা সঠিক সময়ে সার বীজ পেয়েছে এবং আবহাওয়া ভালো থাকায় এবং আমাদের কর্মকর্তারা যথা সময়ে কৃষকদের সার্বিক সহায়তা করার কারণে এ বছর ধানের উৎপাদন ভালো হয়েছে।