৪০ মিনিটে কত টাকা নিচ্ছেন নোরা ফাতেহি

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 17, 2022 | 11/17/2022 12:53:00 AM

চিলাহাটি ওয়েব, বিনোদন ডেস্ক : একটি অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ৪০ মিনিটের ওই অনুষ্ঠানের জন্য এই অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৫ লাখ টাকা। এর বাইরেও তার ঢাকায় আসা-যাওয়া এবং থাকা বাবদ কিছু খরচ রয়েছে। বুধবার (১৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। 
আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহিকে ঢাকায় আনছে উইমেন লিডারশিপ করপোরেশন। প্রতিষ্ঠানটির একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেবেন নোরা। নোরা ফাতেহিকে বাংলাদেশে আনার বিষয়ে এনবিআরে জমা দেওয়া আবেদনপত্র অনুযায়ী, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য ১১ লাখ ৮০ হাজার রুপি পারিশ্রমিকে (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা) ঢাকা আসছেন নোরা ফাতেহি। তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুটিংয়ে অংশ নেবেন। এসময় সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন নোরা। 
 নোরা ফাতেহি ঢাকায় অবস্থানকালে বেসরকারি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। সেখানে তার জন্য খরচ হবে ১০ হাজার টাকা। এ ছাড়া বিমান ভাড়াসহ তার সম্ভাব্য যাতায়াত খরচ ধরা হয়েছে ২৫ হাজার টাকা। পারিশ্রমিকের ওপর ৩০ শতাংশ উৎসে করের পাশাপাশি বাড়তি ২৫ শতাংশ মূসক বা ভ্যাট দিতে হবে অভিনেত্রীকে। আয়োজকরা বলছেন, কর দিয়েই ঢাকায় আসছেন নোরা ফাতেহি। ইতোমধ্যে চুক্তি অনুযায়ী ৩০ শতাংশ অগ্রিম করও দেওয়া হয়েছে।

গাইবান্ধা নামকরণের ইতিহাস ও পরিচিতি

চিলাহাটি ওয়েব ডেস্ক : গাইবান্ধা নামকরনের সঙ্গে দুটি কিংবদন্তি জড়িয়ে আছে। একটি তে বলা হয়েছে মহাভারতের বর্ণনা অনুযায়ী দুষ্টু ডাকাত আক্রমণ থেকে বিরাট রাজার গাভী রক্ষায় নদী তীরবর্তী এলাকায় ঘেষে জমিতে একটি সংগ্রহশালা স্থাপন করা হয়। এই গাভীর খাদ্য পানি সংস্থান নিশ্চিত করা হয় এবং এখানে গাভীগুলো কে বেঁধে রাখা হতো। কিংবদন্তী অনুসারে গাভী বেঁধে রাখার স্থান কে কেন্দ্র করে নামটি হয় গাভী বাধা পরবর্তীকালে কথ্য ভাষা অনুসারে শব্দটি হয়ে যায় গাইবান্ধা।
কারণ গাই শব্দের অর্থ গাভী আর বান্দা শব্দের অর্থ বাধা স্থানীয় ভাষায় প্রচলিত গাইবানদা শব্দের সমন্বয়ে শব্দটি যায় গাইবান্ধা নামকরণ হয়। অপর কিংবদন্তি গোয়াল ঘর বা গোশালা কে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে।গাইবান্ধা নামকরনের আরেকটি তথ্য সূত্র হল উত্তরাঞ্চলের বেশ কিছু স্থানের নাম জীবন নামের শেষে বান্দা শব্দটির যুক্ত হয়ে প্রচলিত হয়েছে। সে দিক থেকে কিছু কিছু স্থানের নাম হয়েছে হাতীবান্ধা চ্যাংড়াবান্ধা ইত্যাদি কেউ কেউ মনে করেন স্থানের নাম হিসেবে গাইবান্ধাসহ ঠিক অনুরূপ নামের শেষে বান্দা শব্দ যুক্ত হয়ে উদ্ভব হয়েছে।
তবে ধারণা করা হয় গাইবান্ধা নামটি অপেক্ষাকৃত পরবর্তীকালে সৃষ্টি ইতিহাসের সূত্র অনুযায়ী গাইবান্ধা পূর্বে ভবানীগঞ্জ মহাকুমার অন্তর্গত পাতিলাদহ পরগনার একটি এলাকা ছিল। আর বর্তমান গাইবান্ধা শহর এলাকা তদানীন্তন পাতিলাদহ পরগনার পশ্চিমাংশ যা বাহার বন্দ পরগণা নামে অভিহিত-সেখানে অবস্থিত। গাইবান্ধা জেলার ইতিহাস সূত্রে প্রাপ্ত থেকে এবং স্থানীয় প্রবীণ ব্যক্তির চিলাহাটি ওয়েবকে জানান- ভবানীগঞ্জ ফুলসড় অঞ্চলের একটি গ্রামের নাম ছিল।পরবর্তীকালে এই গ্রামের নামে থানা পরগনা ও মহকুমা প্রতিষ্ঠিত হয়। প্রতিটি প্রশাসনিক এলাকার সীমানা নির্ধারিত থাকে।
গাইবান্ধা জেলার সীমানা রয়েছে এর উত্তরে তিস্তা নদী, উত্তর পশ্চিমে রংপুর জেলার পীরগাছা এবং পশ্চিমে রংপুর জেলার মিঠাপুকুর পীরগাছা উপজেলা রয়েছে। পশ্চিম সীমানায় আরো রয়েছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা আবার পশ্চিম-দক্ষিণ জয়পুরহাট জেলার কালাই উপজেলা এবং দক্ষিনে বগুড়া জেলার শিবগঞ্জ ও সোনাতলা উপজেলা। এর পূর্ব দিকে বহমান ব্রহ্মপুত্র নদ।

আর্জেন্টিনার পতাকার রঙ নিয়ে ছুটছে আশরাফুলের অটোরিকশা

চিলাহাটি ওয়েব ডেস্ক : বিশ্বকাপ ফুটবল যতই ঘনিয়ে আসছে ততই উন্মাদনা বাড়ছে ফুটবলপ্রেমিদের। এর হাওয়া লেগেছে দেশের সীমান্ত ঘেষা জেলা কুড়িগ্রামেও। এরই মধ্যে নিজের অবস্থান জানান দিচ্ছেন বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল ভক্তরা।
গত তিনদিন ধরে কুড়িগ্রাম পৌর শহরে দেখা মিলছে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো ব্যাটারিচালিত অটোরিকশার। শহরের ধরলা ব্রিজ সংলগ্ন একতা পাড়ার অটোচালক আশরাফুল আলম তার নিজের অটোরিকশাটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে পথচারীসহ মানুষের দৃষ্টি আর্কষন করছেন। শহরের রাস্তায় চলাচলের সময় তার রিকশার রঙ থেকে সমর্থন বুঝতে পারছেন পথচারীরা।

লালমনিরহাটে বিয়ের ২০ দিন পর বিদ্যুৎস্পর্শে তরুণের মৃত্যু

ছবি : সংগৃহীত 

চিলাহাটি ওয়েব ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার নায়েব আলীর ছেলে আশরাফুল ইসলাম (২০)। জানা গেছে, বুধবার সকালে রাস্তার পাশে ভেঙে যাওয়া বিদ্যুতের বাঁশের খুঁটি মেরামতের চেষ্টা করে আশরাফুল। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়লে বিদ্যুৎস্পর্শ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মজিবর রহমান জানান, আশরাফুল ২০ দিন আগে বিয়ে করেছেন। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর

চিলাহাটি ওয়েব ডেস্ক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে।
৩ নভেম্বর রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। সচিব বলেন, ২৯ ডিসেম্বর পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোর বনপাড়া।

শিশুদের দোলনা তৈরি করেই স্বাবলম্বী খানসামার সিরাজুল

এস.এম.রকি,খানসামা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : শিশুদের জন্য দোলনা তৈরি ও বিক্রি করে ভাগ্যের পরিবর্তন করেছেন খানসামা উপজেলার পুলেরহাটের সিরাজুল ইসলাম। তিনি দোলনা বিক্রি করে প্রতিমাসে আয় করেন প্রায় ৫০ হাজার টাকা। এতে তাঁর সংসারে ফিরেছে সচ্ছলতা। সংসারে স্বচ্ছলার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যসহ অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সিরাজুল ইসলাম উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাটের বাসিন্দা। তিনি রানীরবন্দর-খানসামা সড়কের পাশেই পুলহাটে তাঁর দোলনা তৈরির কারখানা। কারখানায় প্রতিনিয়তই দোলনা তৈরির কাজে ব্যস্ত থাকেন সিরাজুল ও তাঁর পরিবার। দোলনা তৈরির কারিগর সিরাজুলের সাথে কথা হলে তিনি জানান, ১৯৯০ সালে দোলনা তৈরিতে তাঁর হাতেখড়ি। সেই থেকে তাঁর যাত্রা শুরু। আর কখনো পেছনে ফিরে যেতে হয়নি তাঁকে। সময়ের পরিক্রমায় তাঁর ব্যবসার পরিধি বাড়তে থাকে। এতে তিনি হন স্বাবলম্বী। এ কাজের ফলে তাঁর সংসারের অভাব-অনটন দূর হয়েছে। তিনি আরো জানান, বাঁশ, প্লাস্টিকের ফিতা ও পেরেক দিয়ে দোলনা তৈরি করা হয়। প্রতিমাসে গড়ে তৈরি ২৪০-২৫০টি দোলনা। এগুলো তাঁর কারখানাতেই তৈরি হয়। দোলনাগুলো আকারভেদে বিক্রি হয় ২০০-৩০০ টাকায়। দোলনা তৈরির কারিগর সিরাজুল, তাঁর তিন ছেলে ও নাতিরা মিলে কারখানায় কাজ করেন। ফলে প্রতিমাসে তাঁদের আয় হয় অন্তত ৫০ হাজার টাকা। এ আয় দিয়েই তাঁদের সংসারের প্রায় ২০ জনের ভরণপোষণ হয় এবং আগামীদিনের জন্য কিছু টাকা জমা করা হয়। তাঁর কারখানায় উৎপাদিত দোলনা খানসামা উপজেলার পাশাপাশি দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুরসহ কয়েকটি জেলা ও উপজেলায় পাইকারি দরে বাজারজাত করেন তিনি। সিরাজুল ইসলাম আরো বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর যাবত আমি এ কাজের সাথে সম্পৃক্ত। এতে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি। পাশাপাশি আমার ছেলেদেরও কর্মসংস্থান হয়েছে। তবে বর্তমানে দোলনা তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লাভের পরিমাণ অনেক কমেছে।’ ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন বলেন, হাতে তৈরি বাঁশের দোলনার ঐতিহ্য ধরে রাখতে সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। গ্রাম-বাংলার এ ঐতিহ্য টিকিয়ে রাখতে তাঁর কাজ প্রশংসার দাবী রাখে। আর্থিক কোনো সহায়তা পেলে তাঁর এ কাজের পরিধি আরো বৃদ্ধি পাবে এবং অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আটোয়ারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, November 16, 2022 | 11/16/2022 10:24:00 PM

এ রায়হান চৌধূরী রকি,আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে মাননীয় প্রধানমন্ত্রী দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত/অনাবাদি না রাখার নির্দেশনা প্রদান করায় তা বাস্তবায়নের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম সফিকুল ইসলাম, জেলা কৃষি অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, বিএডিসির উপ-পরিচালক মোঃ মোজাহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও গনমাধ্যমকর্মী সহ উপজেলার কয়েক শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, সকল ইউনিয়ন পরিষদ, এসিল্যান্ড অফিস সহ সকল অফিসের সামনে খালি জায়গা পরে আছে সে যায়গাগুলোতে আবাদ করতে হবে। পতিত জমিতে আবাদ করতে বীজ কেনার টাকা না থাকলে আমি টাকা দেব। তবুও এই জেলায় আমরা এক ইঞ্চি জমিও পরিত্যক্ত/ অনাবাদি রাখবো না। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সমগ্র জেলায় মাঠে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সঠিক ভাবে বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করবে জেলা প্রশাসন।

পীরগঞ্জে প্রতিবন্ধীর উপর সন্ত্রাসী হামলা

শেখ সমশের আলী,পীরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর গ্রামে এক প্রতিবন্ধী ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
ওই গ্রামের মৃত আনছারুল এর প্রতিবন্ধী পুত্র মোঃ ফরিদুল (৩৫) ও তার স্ত্রী আমিনা বেগম (৩০) কে বুধবার সকাল সাড়ে ৯টায় কতিপয় সন্ত্রাসী বাড়ির সামনে হামলা চালায়। হামলাকারীরা একই গ্রামের মোঃ তোতা, মোঃ ফারুক, মোঃ আজাদ ও রানী আক্তার বলে প্রতিবন্ধী ফরিদুল ইসলাম জানান।
পূর্ব শত্রæতার জের ধরে হাতে লোহার রড ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা প্রতিবন্ধী ফরিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে তার মাথার উপর সহ শরীরের বিভিন্ন জায়গায় মারডাং করিয়া গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে স্ত্রী সহ ওই প্রতিবন্ধী পীরগঞ্জ সরকারি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী ও ভিকটিমরা সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

চিলাহাটিতে কচুরি ফুলে সেজেছে প্রকৃতি

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : কবিগুরুর ভাষায় ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া-ঘর হতে শুধু দুপা ফেলিয়া’, সত্যিকার অর্থেই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন এক অবহেলিত উদ্ভিদ কচুরিপানায় এত নয়নাভিরাম, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক ফুল ফুটে যা প্রকৃতি প্রেমীদের বিমুগ্ধ না করে পারে না। ফসলহীন মাঠ জুড়ে কচুরি ফুলের সমাহার। সবুজ গালিচার বুকে যেন সাদা রঙের আলপনা।
নীলফামারী জেলার চিলাহাটির কৈমারী নামক নদীতে ফুটেছে কচুরি ফুল। ফুলের নির্মল ও স্নিগ্ধকর সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে নান্দনিকতা। তাই প্রকৃতি মেতেছে এখন নতুন রূপে। চোখ জুড়ানো অপরূপ দৃশ্যে মুগ্ধ হচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু মানুষ।
সৌন্দর্যের পাপড়ি মেলে ধরা কচুরি ফুলের এ আহ্বানে সাড়া দিয়ে অনেকেই তুলছেন। ছবির ক্যানভাসে একই ফ্রেমে আবদ্ধ হচ্ছেন তরুণ-তরুণিরা। খাল-বিল ও জলাশয়ে ফুল ফুটে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা জলাশয় থেকে শিশির ভেজা কচুরিপানার ফুল তুলে খেলা করছে। গ্রামের মেয়েরা এ ফুল খোপায় বাঁধছে।
নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে আসা ফারুক বসুনীয়া বলেন, কচুরিপানার ফুলের যে এমন সৌন্দর্য থাকে তা চোখে না দেখলে হয় তো জানাই হতো না। বাড়ির পাশে এমন অপরূপ শোভা চিত্তবিনোদনে খুলে দেয় আনন্দের দুয়ার।
স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, প্রতি বছর বর্ষার পানিতে বিলের চারপাশ কচুরিপানায় ভরে যায়। অনেকে এ কচুরিপানা কেটে গো-খাদ্য হিসাবে গরুকে খাওয়ায়। এখন বিলের পানি কমতে শুরু করেছে। কচুরি ফুলও ফুটতে শুরু করেছে। কচুরিপানা থেকে এখন জৈব সারও তৈরি হয়। ফলে কৃষক ফসল উৎপাদনে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

চিলাহাটি ওয়েব, স্পোর্টস ডেস্ক : আগামী ২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। এর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলতে নামবেন মেসি-ডি মারিয়ারা।
স্বাগতিকদের বিপক্ষে আলবিসেলেস্তেদের ফিফা প্রীতি ম্যাচটি হবে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়। গত বছর কোপা আমেরিকা থেকে দুর্দান্ত সব জয়ে ছন্দে রয়েছে দলটি। টানা ৩৫ ম্যাচে অপরাজিত লিওনেল মেসির দল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২২ নভেম্বর কাতার বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
এদিকে, দুবাইয়ের অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে।
এছাড়া আলবিসেলেস্তেদের অনুশীলন দেখতেও উপচেপড়া ভিড় ছিল। আবুধাবি স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি জানিয়েছেন, আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপের শেষ প্রস্তুতির মঞ্চ হিসেবে আবুধাবিকে বেছে নেয়ায় আমরা খুশি। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।