Showing posts with label সাহিত্য. Show all posts
Showing posts with label সাহিত্য. Show all posts

অকৃত্রিম

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 5, 2023 | 3/05/2023 10:41:00 AM

একতা একটি ছোট পাখি একটি সাদা গোলাপের প্রেমে পড়লো৷ পাখিটি রোজ গোলাপ টির কাছে আসতো এবং বিভিন্ন ভাব ভঙ্গিমায় তার মনের ভাব প্রকাশ করতো কিন্তু গোলাপটি সবকিছু বুঝেও না বুঝার ভান করতো৷
একদিন পাখিটি গোলাপটিকে বলেই ফেললো৷ কিন্তু গোলাপটি তার প্রস্—াব মেনে নিলোনা ৷ পাখিটি রোজ আসতো এবং বলতো৷ একদিন গোলাপটি পাখিটিকে বললো৷
যে দিন আমি সাদা রং থেকে লাল রঙে পরিনত হব সে দিনেই আমি তোমাকে ভালোবাসবো৷ পাখি টি জানতো সে কোন দিন সাদা রঙে পরিনত হবে না৷ তাই একদিন পাখির গোলাপটির কাছে আসলো এবং অনেক ¶ণ তাকিয়ে থাকলো৷ এবং পড়ে তার দুটি ডানা কেটে রক্ত ছিটিয়ে গোলাপটি তখন বুঝতে পারলো যে পাখিটি তাকে কতখানি ভালোবাসতো৷ কিন্তু তাতে অনেক দেরি হয়ে গেছে৷ ডানা কাটার ফলে পাখিটি মওে গেেতাই তোমাদের ভালোবাসাকে বুঝতে চেষ্ঠাকর এবং তাকে কথনো হারাতে দিও না ৷




 আবতাহী তানভীর পায়েল,
  রংপুর।

আহবান

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, March 4, 2023 | 3/04/2023 12:35:00 PM


 

 

 

 

 

 

 

 

মোস্তাফিজুর রহমান সুজন

তুমি যখন আমার ভবিষ্যৎ দেখছো

আমি তখন আমার দূরের দৃষ্টি প্রায় হারিয়ে ফেলেছি

সবকিছু ঝাঁপসা হয়ে আসছে.

আর... আমার কাছের দৃষ্টি সেতো পুরোটাই অন্ধকারাচ্ছন্ন..

যা দেখেছি,যা দেখি

যা কিছু দেখতে চাই

তা শুধুই তোমার চোখে.

তোমার বাড়ানো

অদৃশ্য হাতে হাত দিয়ে চলছি..

অনিন্দ্য সুন্দরের আহবানে...

১৬ ডিসেম্বর

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, December 16, 2022 | 12/16/2022 05:00:00 PM


 

 

 

 

  

 

॥ সুলতানা ফিরদৌসী ॥
এই দিনটা আসলেই বাঙালির হৃদয় দুলে উঠে
আবেগ আর প্রেম, মননে সঞ্চার হয় কোলাহল
হিম স্বপ্নগুলো উঠোন জুড়ে আলোকিত হয়।
নরম মানুষগুলো শক্তিশালী মরুর ক্যাকটাস
যেন লকলকে হাতিয়ার হয়ে ত্রাসে রূপান্তর হয়
শপথ করে বিভিন্ন  অঙ্গীকারের।
মুছে দিবে লোলুপ দৃষ্টিকে, বেশুমার ফসলে
ঘর ভর্তি করবো।শান্তি ছড়িয়ে দেবো বাংলায়
শহীদ মিনারে ফুলের বাগিচা তৈরী করবো
বৈশাখী উৎসবে হায়েনাদের প্রবেশ নিষিদ্ধ  
পঞ্চাশ পূর্ণ এই দেশের জন্য গর্বিত আমি
শ্রদ্ধায় অবনত শেখ মুজিবের  প্রতি, কথা বলা
নিজের পতাকা নিজের দেশের মালিক আমরা
ভালোবাসি খুব বেশি ভালোবাসি প্রিয় দেশ
বাংলাদেশ, জয় বাংলা জয় বাংলা।
বিজয় দিবসের মূল্যবোধে জাগ্রতে আমরা।

স্বপ্ন নদীর বাঁকে

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, December 9, 2022 | 12/09/2022 12:35:00 PM











 
 
॥ সেলিনা জাহান প্রিয়া ॥ 
জীবনের উপন্যাসে আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই--
তোমাকে খুঁজতে খুঁজতে লিখি আবির আল্পনায়
একটু একটু করে,তোমাকে উপন্যাস করে তুলি ।
- বলেছিলে-- মেহেদী রাঙ্গা হাত ধরে জোছনার প্রহর
 ভালোবাসা কেবলেই প্রতিশ্রুতি হতে পাড়ে না !
বুকে মধ্যে হাত রেখে বলেছিলে আমি বিশ্বাস ।
- বলেছিলে-- একটা গোলাপের কলব দিয়ে , রোপণ কর ,
 দেখবে আমার ভালবাসা গোলাপের গন্ধ বিলাবে
প্রত্যয় ভর মন নিয়ে আমি আজো জল দিয়ে যাই ।
- ফুল নিতে আসবে তুমি তাই আমি রোজ অপেক্ষা করি
ফুলে ভরা, প্রেম-বাগানের সব ফুল তোমার জন্য
এখন সেই ফুলের পাপড়ি ঝড়ে যায় অবেলায় ।
- বলেছিলে-- ডাকঘরের রাস্তাটা যেন চিনে রাখি
 গ্রামের ছায়া রাস্ত আমাকে দেখে রোজ কষ্ট পায়
খুব দৃঢ় মনে আমি চিঠির আশায় ডাক ঘরে যাই।
- আমি খুঁজি ; কিন্তু তুমি নেই তোমার বিশ্বাসে !
পাহাড়ে নেই ,নদীতে নেই,বাগানে নেই কোথাও নেই
এই না থাকাটা, এখন বিশ্বাসের বিশ্বাস !!
- উপন্যাস আমি যে লিখে যাই , তোমার অনুভবে
তোমাকে খুঁজতে খুঁজতে উপন্যাস সমাপ্ত হয়
অমীমাংসিত কিছু প্রশ্ন থেক যায় হাঁয় তবু
 - আমার ভালোবাসা অপেক্ষার চাদরে উমতুলে কুয়াশায়
আমার বিশ্বাস ; আমার স্বপ্ন তোমার কাছে আমানত
আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই সেই খেয়ানতের ভয়ে ।
- বলেছিলে তুমি - হারিয়েই বেঁচে থাকবে সোনার মহলে
আমি তো প্রতিদিন পুড়তে পুড়তে এখন সেই মহল
স্বপ্ন নদীর বাঁকে, আশা নামের বাঁধানো ঘাট বসা ।

দ্রোহের আগুন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, December 2, 2022 | 12/02/2022 12:32:00 PM









 
 
 
 
 ॥ সেলিনা জাহান প্রিয়া ॥ 
জীবনের উপন্যাসে আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই--
তোমাকে খুঁজতে খুঁজতে লিখি আবির আল্পনায়
একটু একটু করে,তোমাকে উপন্যাস করে তুলি ।
- বলেছিলে-- মেহেদী রাঙ্গা হাত ধরে জোছনার প্রহর
 ভালোবাসা কেবলেই প্রতিশ্রুতি হতে পাড়ে না !
বুকে মধ্যে হাত রেখে বলেছিলে আমি বিশ্বাস ।
- বলেছিলে-- একটা গোলাপের কলব দিয়ে , রোপণ কর ,
 দেখবে আমার ভালবাসা গোলাপের গন্ধ বিলাবে
প্রত্যয় ভর মন নিয়ে আমি আজো জল দিয়ে যাই ।
- ফুল নিতে আসবে তুমি তাই আমি রোজ অপেক্ষা করি
ফুলে ভরা, প্রেম-বাগানের সব ফুল তোমার জন্য
এখন সেই ফুলের পাপড়ি ঝড়ে যায় অবেলায় ।
- বলেছিলে-- ডাকঘরের রাস্তাটা যেন চিনে রাখি
 গ্রামের ছায়া রাস্ত আমাকে দেখে রোজ কষ্ট পায়
খুব দৃঢ় মনে আমি চিঠির আশায় ডাক ঘরে যাই।
- আমি খুঁজি ; কিন্তু তুমি নেই তোমার বিশ্বাসে !
পাহাড়ে নেই ,নদীতে নেই,বাগানে নেই কোথাও নেই
এই না থাকাটা, এখন বিশ্বাসের বিশ্বাস !!
- উপন্যাস আমি যে লিখে যাই , তোমার অনুভবে
তোমাকে খুঁজতে খুঁজতে উপন্যাস সমাপ্ত হয়
অমীমাংসিত কিছু প্রশ্ন থেক যায় হাঁয় তবু
 - আমার ভালোবাসা অপেক্ষার চাদরে উমতুলে কুয়াশায়
আমার বিশ্বাস ; আমার স্বপ্ন তোমার কাছে আমানত
আমি যে ক্ষয়ে ক্ষয়ে যাই সেই খেয়ানতের ভয়ে ।
- বলেছিলে তুমি - হারিয়েই বেঁচে থাকবে সোনার মহলে
আমি তো প্রতিদিন পুড়তে পুড়তে এখন সেই মহল
স্বপ্ন নদীর বাঁকে, আশা নামের বাঁধানো ঘাট বসা ।

ধর্ষিত বালিকার কর্পোরেট সমাজ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, November 22, 2022 | 11/22/2022 09:29:00 PM










 
 
 
।। সেলিনা জাহান প্রিয়া ।। 
বালিকা তুমি বড় সুন্দরী, বাহ উঠতি বয়স
কাঁচা আমে রং লিগেছে ! বালিকা তোমার ,
 মাথায় কাপড় , শরীর ঢাকা , তাতে কি ?
চোখ যে আমার দারুন শিকারি ! আহ বালিকা !
বালিকা তোমাকে চাই আমার ! চাইয়েই চাই ।
বালিকা কে এক দিন ফাকা রাস্তায় শিকারি পায় 
স্বীকার করার সব সুযোগ !
তোমাকে ধর্ষণ করবে বালিকা
তোমার প্রেমিক পুরু্ষ ! তাঁর প্রেমের লালসায় ।
অসম্ভব যন্ত্রণায় কাতরাবে তুমি বালিকা
ধর্ষণের পর দৌড়াবে তুমি, বালিকা !
আমি চেয়ে দেখব তোমার বাচার আকুতি
বালিকা কত বার প্রেম চাইলাম দিলি না !
এখন মজা বুঝ প্রেমের নাম কত যন্ত্রণা !
বালিকা তোর জন্য আমার ঘুম আসতো না
বুকের ভিতর বালিকা ভোগের লালসা
প্রেম দিবি না !! এখন বুঝ ধর্ষণ কি যন্ত্রণা !!
ধর্ষিত বালিকা ! এখন
দৌড়াবে পুলিশ স্টেশানের দিকে।
 তারপর আর সময় নষ্ট নয়,
কত কি প্রশ্ন ? একা কেন গেলে 
 এই বয়সে কেউ কি একা বের হয়
মেয়ে মানুষ তুমি কেন আগে সাবধান হয় নাই ...
তৎক্ষণাৎ সারা পুলিশ স্টেশানের মানুষ গুলো
তাদের চোখে তোমাকে ধর্ষণ করবে, গুপনে
সারা শরীর জুড়ে নানা প্রশ্ন করে,
 বারবার প্রশ্ন করে মজা নিবে সারা রাতভর।
আর তুমি, কাদবে মাথা আর বুকের কাপড় ঠিক করে
মারাত্মক ভাবে ক্ষত বিক্ষত হবে তোমার মন ।
কেউ হয়ত দেখতে চাইবে কোথায় কোথায় কামড় দিল
কেউ দেখবে কতটা লাল হয়েছে শরীর ।
বারবার তুমি রক্তাক্ত হবে,
তোমার কান্না ফুপিয়ে ফুপিয়ে উঠবে।
সাপের কামড়ের মত তোমার সমস্ত সত্তা দখলে নেবে।
কিছু পুলিশ তোমাকে নিয়ে আসবে তোমার মহল্লায়,
সেখানে তোমাকে প্রশ্নের উপর প্রশ্ন করে মানসিক ভাবে
ধর্ষণ করা হবে দফায় দফায় ।
 তোমার প্রতিবেশী ছিঃ ছিঃ করবে
 আর বলবে সব শেষ
কি হবে মেয়েটার
তোমার মহল্লা
 তোমার সমাজ
তুমি ধর্ষিতা বলে ঘৃণার তীর চূড়ে মারবে,
তুমি মুখ লোকাবে,
নিজকে আড়াল করতে চাইবে,
পারবেনা।এ সমাজ তোমাকে দেখবে
 কোথায় কোথায় করেছে ধর্ষণের আঘাত ।
বালিকা তোমার হৃদক্রিয়া বন্দ হইতে চাইবে
কিন্তু পারবে না, তুমি শুধু কাদবে
তুমি তো বালিকা জন্ম হয়েছে 
শত বার ধর্ষণের জন্য ?
পুলিশ তোমাকে নিয়ে যাবে হাসপাতালে
সেখানে তোমার মনে হবে
তোমাকে নিয়ে আসা হয়েছে
এক জমের মৃত্যুর পাতালপুড়িতে।
হাসপাতালে আবার তোমাকে নিয়ে তৈরি হবে 
বিনোদন মূলক এক মেডিকেল টিম।
তোমাকে এবার তারা করিবে পরীক্ষার নামে
কত কিছু তবে তাঁকে ধর্ষণ বলা যাবে না !
বালিকা তাঁকে ধর্ষণ বলা যাবে না
 সেই টিমের সবাই তোমাকে উপভোগ করবে
বিবস্ত্র করে এক নতুন জন্ম নেয়া মেয়ে হিসাবে
 বালিকার সোনার দেহ তারা কষ্টি পাথরে দেখবে
বালিকা তোমার কষ্ট যাবে না ।
বালিকা এখানেই শেষ না ।
টু ফিঙ্গার টেস্টের নাম করে
তোমার অপ্রাপ্ত জরায়ুতে ঢুকিয়ে দেবে
তাদের সমস্ত কয়টা হাত।
তারাও কিছু বের করতে চায় 
বালিকা একবার ধর্ষণ তো
হাজার বার তোমার সাথে নাটক ।
তুমি কাঁদবে আর কাদবে
তুমি চিৎকার করবে আর করবে 
তোমার চিৎকারে বালিকা কি হবে ?
 তুমি তোমাকে হত্যা করতে চাইবে।
পারবে না কারণ! বালিকা
তাদের বিনোদন তো
এখনো শেষ হয়নি তোমাকে নিয়ে।
 অবুঝ বালিকা প্রেম করলা না কেন ?
যখন বিনোদন শেষ হবে 
তখন শুরু হবে আরেক রঙ্গমঞ্চ নাটক
 আদালত তাঁর নাম বালিকা ।
যেখানে থাকবে কালো পোশাক পড়া 
অনেক জ্ঞানী গুনি সব দালালেরা 
মিথ্যুক নিপুন অভিনেতা, তারা
নিপুন ভাবে ফুটিয়ে তুলবে তোমাকে
ধর্ষণ করার প্রক্রিয়া কাব্যিক ভাবে।
পুনঃ পুনঃ আলোচনায় আনবে
তোমার ভিতরে লোকান তোমার স্বপ্ন গুলো
অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া বিক্রিয়া, তুলে
যে আলোচনা চলতে থাকবে বছরের পর বছর।
তোমার বাবা এই রঙ্গমঞ্চ বন্ধ করতে চেষ্টা চালাবে
 মৃত্যুর ঠিক পৃর্ব মূহুর্ত অবধি,
কিন্তু পারবেন না।
এখানেই শেষ না বালিকা
তোমাকে নিয়ে লিখা হবে পত্রিকা জুড়ে
যা হয়েছে তাঁর চেয়ে বেশি !
তোমার ছবি ছপানো হবে প্রথম পাতায়
 যেন তুমি বাংলা সিনেমার উঠতি নায়িকা
যতই ছাপাবে ততই ব্যবসা !
বালিকা তুমি কিন্তু এখন কর্পোরেট ব্যবসা
 টি ভি নিউজে তুলে ধরবে তোমার ,
বাবা মা ভাই বোনের কান্যা
প্রতিবেশীর মতামত ! বালিকা নিউজটা কেমন হল
 তখন তারা কফির টেবিলে বসবে আড্ডা
তোমার ধর্ষণের খবর তারা ফ্যাশনের হাসি
 দিয়ে প্রচার করবে! কি মিষ্টি সে হাসি !
সেই খবর পাঠিকার মুখে !
যেন সিনেমা মুক্তি দিল তাঁর চ্যানেলে
তোমাকে নিয়ে ! তোমার ছবি নিয়ে
সোশ্যাল মিডিয়া ফেইস বুক টুয়েটার ,
লাইক আর কমেন্টের খেলা !
 কেউ হয়ত তোমার জন্
রাস্তায় নামবে প্রতিবাদের ব্যানার নিয়ে
সেই গুলো এবার ছাপাবে
সকল নিউজ আর মিডিয়ায় ।
বালিকা
বেশ অনেক পরে,
একদিন বালিকা তুমি দেখবে
তোমার পাশে আর কেউ নেই
তারিখের পর তারিখ
বালিকা গরীবের মেয়ে ধর্ষিত হয় না !
আর যদি হয় তখন বিচার পাওয়া যায় না।
কত গুলো পরীক্ষা বালিকা
সবাই কি পাস করে বালিকা
এমন অনেক বালিকা আজ
ফেইল করে আছে
 কে রাখে তার খবর
যদি ব্যবসা না আসে
এটা কর্পোরেট দুনিয়া ।।
 ধর্ষণের সময় তুমি
অসম্ভব ক্ষত বিক্ষত রক্তাক্ত হওয়ার বদলে
কোন সুখ পেয়েছিলে কিনা?
সমাজ তাও জানতে চাইবেই
বালিকা !! প্রেম করবা না।।