Showing posts with label পঞ্চগড়. Show all posts
Showing posts with label পঞ্চগড়. Show all posts

চিলাহাটিতে রাতের আঁধারে উষ্ণতা ছড়াচ্ছে ডিওএইচএস

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, January 14, 2024 | 1/14/2024 04:15:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ
ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি (DOHS)।
ঢাকা মহাখালী DOHS ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার রাতের আঁধারে নীলফামারী জেলার চিলাহাটি ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল ও হত-দরিদ্রদের বাড়ী-বাড়ী ও বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় গিয়ে সর্বমোট ১১০০ শীতবস্ত্র বিতরণ করা হয়।

জমি নিয়ে বিরোধ : বড় ভাইকে ছুরি মেরে খুন করলো ছোট ভাই

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, December 30, 2023 | 12/30/2023 11:13:00 PM

এ রায়হান চৌধুরী রকি , পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে ছুরি মেরে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার বেলা ১১ টার দিকে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজিপাড়া গ্রামে এই নিহতের ঘটনা ঘটে। নিহত বড় হচ্ছেন আব্দুল দানেশ (৪৭)। সে ওই এলাকার মৃত খতির উদ্দিনের ছেলে । এই ঘটনায় হত্যাকারী ছোট ভাই আবু বক্কর সিদ্দিক (৪৫) কে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়ি ও কুরাল উদ্ধার করেছে বোদা থানা পুলিশ। 
পুলিশ ও স্থানীয়রা জানান, খতির উদ্দীন মারা যাওয়ার পর ৪ ভাই ও ১ বোনের মাঝে জমি ভাগ বাটোয়ারা করে দেন বড় ভাই দানেশ। এর মাঝে সিদ্দিক নিজের ভাগের জমি বিক্রি করে দিয়ে নতুন করে আরো জমি দাবী বিমাতা বড় ভাইয়ের কাছে দাবী করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। শনিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিকের ছুড়িকাঘাতে বড় ভাই আব্দুল দানেশ নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে পুলিশ। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।

টিম বালাপাড়া রক্তদান সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 23, 2023 | 11/23/2023 02:02:00 AM

রাব্বি হাসান, চিলাহাটি ওয়েব : "মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেচ্ছাসেবী রক্তদান সংগঠন টিম বালাপাড়ার ২য় বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বালাপাড়া বাজারে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম বালাপাড়ার উপদেষ্টা কমিটির লিয়াকত আলী খোকন, জহিদুল হক মিলন, লিয়াকত আলী লিটন, ফেরদৌস আল-ফরিদ নাঈম, প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন আলী, চিলাহাটি ইউনিয়ন ইউপি সদস্য বক্তিয়ার রহমান, অনলাইন নিউজ পোর্টাল চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টিম বালাপাড়ার সাধারণ সম্পাদক রাব্বি হাসান।
টিম বালাপাড়ার সাধারণ সম্পাদক রাব্বি হাসান জানান- ২০২১ সালে প্রতিষ্ঠিত এই সেচ্ছাসেবী রক্তদান সংগঠনটি গত ২ বছরে প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়, ৩০০ জন ডোনেট সংগ্রহ করতে পেরেছে।

তফসিল ঘোষণার প্রতিবাদে পঞ্চগড়ে ইসলামী আন্দোলনে বিক্ষোভ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 16, 2023 | 11/16/2023 09:44:00 PM

এ রায়হান চৌধুরী রকি : দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে- ‘দেশ বিরোধী তফসিল, মানিনা মানবোনা’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’, ‘একতরফা নির্বাচন, মানিনা মানবোনা’- এমন শ্লোগান তুলেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে শহরের জালাসী এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু করেন দলটি। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি কামরুল হাসান প্রধান।
বক্তব্যে কামরুল হাসান প্রধান বলেন, নির্বাচন কমিশন দলীয় সরকারের অধিনে যে তফসিল ঘোষণা করেছে তা দেশবাসীর কাম্য ছিলোনা। ফ্যাসিবাদ সরকার এবং নির্বাচন কমিশন মানুষের অনুভুতি বুঝতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
দেশের জনগণ এই পাতানো নির্বাচনে অংশ নিবেনা। কারণ, এই সরকারের অধীনে বিগত দিনে যত নির্বাচন হয়েছে সব ছিলো একতরফা।
মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমরা রাজপথে যে আন্দোলন করছি তা ন্যায্য আন্দোলন। সরকার তাদের স্বার্থ চরিতার্থের জন্য নিজেদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দ্বারা তফসিল ঘোষণা করেছে। আমরা এই তফসিল মানিনা।

পঞ্চগড়ে এক ঘন্টার জন্য উপজেলা চেয়ারম্যান দশম শ্রেনীর ছাত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, October 31, 2023 | 10/31/2023 06:23:00 PM

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় প্রতিনিধি : “শিশুদের নিয়ে বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে পঞ্চগড়ে এক ঘন্টার জন্য প্রতিকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মানতাসা মৌমি মিম। 
নারীর ক্ষমতায়নের জন্য শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল এর উদ্দ্যেগে ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত এক ঘন্টার জন্য পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মিম। এসময় তিনি দপ্তরের বিভিন্ন দাপ্তরিক কাজের কাগজে সাক্ষর করেন।
আয়োজকেরা জানান, কন্যা শিশুদের সকল পর্যায়ে কাজে উৎসাহ দিতে, সমান অধিকার ও সুযোগ দিতে এবং নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কন্যা শিশু দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখা গত চার বছর থেকে এই ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
নিজে এক ঘন্টার উপজেলা চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করে নারীর ক্ষমতায়নে কাজ করার কথা জানান পঞ্চগড় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও এক ঘন্টার প্রতিকী চেয়ারম্যান মানতাসা মৌমি মিম।
তিনি বলেন, সমাজের সর্বত্র নারীর সমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নারী সমাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করবো। শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানান সংগঠন দুইটির ভলেনটিয়ার সাদিয়া কবির কনা। তিনি বলেন, গত চার বছর ধরে আমরা এই কাজ করছি। আগামীতেও আমাদের এধরনের কর্মসূচী অব্যাহত রেখে নারী নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করা হবে।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। সমাজের সর্বত্র নারীর অবাধ বিচরণ আজ দৃশ্যমান। নারীদের অবদান কখনো অস্বীকার করা যায় না। এক ঘন্টার প্রতিকী চেয়ারম্যান হওয়ার মাধ্যেমে এই কোমলমতি শিশু কন্যারা সমাজের উচ্চ আসনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমি মনে করি।
এসময় শিশু সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, October 8, 2023 | 10/08/2023 11:27:00 PM

লিহাজ উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির বাজারে সকল প্রকার শাক সবজির আমদানি কম।ফলে ক্রেতাদের নাগালের বাইরে বিক্রি হচ্ছে সব ধরনের মৌসুমি সবজি। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য সবজির বাজার নাভিশ্বাসের জায়গা। ৪০ টাকা কেজির নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে পেঁয়াজ ৬৫-৭৫ টাকা, কাঁচা মরিচ ২২০-২৪০ টাকা, আলু ৪০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি।
শনিবার (৭অক্টোবর) শহরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র চোখ পড়েছে। বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন আগে ঝড় ও ভারী বৃষ্টিতে সবজির গাছ মরে পঁচে যাচ্ছে, উৎপাদনও ব্যহত হচ্ছে। ফলে বাজারে আমদানি কম হওয়ায় সবজির দাম বেড়েছে। নতুন সবজির আমদানি বাড়লে দাম কমে আসবে বলে ধারণা তাদের।
শনিবার প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ থেকে দাম বেড়ে ২৪০ টাকা, রসুন ২৪০ টাকা, আদা ২৮০ টাকা,করলা ৬০ টাকা,ঢেঁড়স ৫০ টাকা,পটল ৫০ টাকা,মুলা ৬০ টাকা, চিচিংগা ৪০ টাকা, আলু ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা,কচু ৭০ টাকা, লাউ প্রতিটি ৫০টাকা, লালশাক ৪০ টাকা,পাট ও পুঁইশাক ৩৫-৪০ টাকা,বেগুন ৫০ টাকা,বরবটি ৬০টাকা, শশা ৫০ টাকায় বিক্রি হয়েছে।
পঞ্চগড় বাজারে আসা জালাসির বাসিন্দা আজিজার রহমান বলেন, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত দামে সবজি কিনে খাচ্ছি। এমন কোনো সবজি নেই বাজারে, যার দাম ৪০ টাকা কেজির নিচে। বাজার মনিটরিং করার জোর দাবি জানান তিনি। বাজার করতে আসা অটোভ্যান চালক সৈয়দ আলী বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য সবজির দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। আরেক ক্রেতা মশিউর রহমান বলেন, সবজির বাজারে গেলে দাম শুনে দিশেহারা হয়ে যাই। উপায় না পেয়ে পরিমাণের তুলনায় কম নিতে হয়।
পঞ্চগড় বাজারের খুচরা ব্যাবসায়ী মাহাবুব আলম ও রমজান আলী জানান, পাইকারি বাজার থেকে সবজি কেনার পর নানা ধরনের খরচ রয়েছে। সবমিলিয়ে যখন খুচরা দামে সবজি বিক্রি করছি, তখন দামটা বেড়ে যাচ্ছে। তারা আরও জানায়, চাহিদার তুলনায় মালের ঘাটতি। ঘাটতি পুরন হলেই দাম কমে আসবে পঞ্চগড় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা জানান, কিছুদিন পরে হয়তো সবজির দাম একটু কমতে পারে। আলু,পেঁয়াজ,রসুন আদা, মরিচ এগুলো পঞ্চগড়ের বাইরে থেকে আনতে হয়। তাই সেটা নির্ভর করে সেখানকার দামের উপর। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করতে হয়।

মাদ্রাসার পুকুর ফিরে পেতে এলাকাবাসী ও মুসল্লীদের মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, October 7, 2023 | 10/07/2023 05:47:00 PM

এ রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদ্রাসার নামে দান করা ১৫ শতক জমিতে থাকা পুকুর দখল করে ভোগ করছেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি । বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও পুকুর দখল ছাড়েননি সভাপতি । স্থানীয়ভাবে ও থানা পুলিশে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় সভাপতির হাত থেকেও মাদ্রাসার পুকুর ও জমির দখল ফিরে পেতে মানববন্ধন করেছেন কয়েকশ মুসুল্লী ও এলাকাবাসী।
শুক্রবার (০৬ অক্টোবর) জুমআর নামাজের পরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া হাফেজিয়া মাদরাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় মুসল্লী মাজেদুল ইসলাম, হায়াতুন নবী, নুর হোসেন, রিয়াদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮০ সালে স্থানীয় নারী আলেকজান বেওয়া প্রধানপাড়া হাফেজিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নামে ১৫ শতক জমি দান করেন। কিন্তু মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আজহারুল ইসলাম দানপত্রের কথা মুসুল্লিদের কাছে প্রকাশ না করে নিজেই ভোগ দখল করে আসছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে মাদ্রাসার জমি ফেরত দিতে বেশ কয়েকবার সালিশ হলেও দখল ছাড়েনি সভাপতি আজহারুল ইসলাম। উল্টো তিনি জমিটি নিজের দাবী করেছেন।
এনিয়ে থানা পুলিশে অভিযোগ দিলেও কোন প্রতিকার মেলেনি। মাদ্রাসার জমি পুকুর ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে আজহারুল ইসলামের ছোট ভাই রমজান আলী বলেন, জমির মালিকানার কাগজপত্র আমাদেরও কাছে আছে। জমি যদি মাদরাসা পেয়ে থাকে তাহলে উনারা সকলে আমাদের নামে মামলা করুক। মামলার রায় যারাই পাবে তারাই জমির মালিক হবে।
অন্যথায় জমিতে আসলে সমস্যা হবে। চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জমিটি মাদরাসার হলেও কাগজপত্র কার কাছে কেউই জানতো না। পরে বিষয়টি জানাজানি হলে জমি ফিরে পেতে মুসল্লীরা সালিশের আয়োজন করে। আমি এ নিয়ে তিন চারবার সালিশ করেছি। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এই ১৫ শতক জমির বদলি অন্যত্র ৩০ শতক জমি দিতে চেয়েছিলেন। যেটা মাদরাসার আশপাশের মধ্যেই। কিন্তু কিছু লোকজন সেটা মানতেছিলনা। এ কারণে বিষয়টির কোন সমাধান হয়নি।