Showing posts with label পঞ্চগড়. Show all posts
Showing posts with label পঞ্চগড়. Show all posts

সার্বক্ষনিক ডাক্তার ও ডিপ্লোমা নার্স ছাড়া ক্লিনিক ব্যবসা নয়

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, September 22, 2023 | 9/22/2023 05:35:00 PM

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বেসরকারী ক্লিনিক হাসপাতালগুলোতে সার্বক্ষনিক চিকিৎসক নেই। এজন্য ক্লিনিকে সার্বক্ষনিক ডাক্তার ছাড়া ক্লিনিক ব্যবসা করা যাবেনা বলে ক্লিনিক মালিকদের হুশিয়ারি দিয়েছেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধূরী। সেই সাথে ক্লিনিক ডায়াগনেস্টিকগুলোকে তদারকির জন্য মনিটরিং টিম গঠন করা হচ্ছে। অতি শিগ্রই টিম মাঠে নামবে। ক্লিনিকে ডিপ্লোমা নার্স থাকতে হবে। সেই সাথে ক্লিনিক ডায়াগনেস্টিকগুলোতে চিকিৎসকদের প্রতিমাসের কাজের রিপোর্ট স্বাস্থ্য বিভাগে প্রেরন করতে হবে। 
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্য্যালয়ের হলরুমে জেলার ক্লিনিক ও ডায়গনেস্টিক সেন্টারের মালিকদের সাথে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় এই হুশিয়ারি দেন তিনি। তিনি বলেন ক্লিনিক ব্যবসায় সরকারের নীতিমালা মানতে হবে সেই সাথে শুধু নামে মাত্র ব্লাড ব্যাংক দিলে হবেনা যথাযথ প্রক্রিয়া অনুসরন করে রক্ত গ্রহন এবং প্রদান করতে হবে। এ সময় প্রতিটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের জন্য জি এ মেশিন সচল করার উপরেও জোড় দেন সিভিল সার্জন। এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক রাজিউল করিম রাজু, বিএমএ পঞ্চগড় শাখার সাধারন সম্পাদক ডা. মনসুর আলম, সিনিয়ার কনসালট্যান্ট আমির হোসেন ক্লিনিক মালিক এসোসিয়েশনের সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক, সাধারন সম্পাদক মোর্শেদ রায়হান বক্তব্য রাখেন । সভায় ক্লিনিক মালিক এবং স্বাস্থ্য বিভাগ জেলার স্বাস্থ্য সুরক্ষায় একমত পোষন করেন। এ সময় বিএমএ’র সাধারন সম্পাদক ডা. মনসুর আলম জানান স্বাস্থ্য বিভাগ এবং ক্লিনিক মালিক ও ডায়াগনেস্টিক সেন্টারগুলোকে জেলার স্বাস্থ্য সুরক্ষায় একযোগে কাজ করতে হবে। সিনিয়ার কনসালট্যান্ট আমির হোসেন তার বক্তব্যে বলেন জেলার ক্লিনিকগুলোর বর্তমানে অবস্থা হচ্ছে মাছ বেশি নেই কিন্তু জেলের সংখ্যা বেশি। এজন্য ক্লিনিক মালিকরা রোগীদের নিয়ে অসুস্থ্য প্রতিযোগীতায় নেমে যায়। এই অসুস্থ্য প্রতিযোগীতা থেকে বেরিয়ে আসতে হবে । পঞ্চগড়ের বেশিরভাগ ক্লিনিকের অপারেশন থিয়েটারে লজিস্টিক সাপোর্টের ঘাটতি আছে । অপারেশন থিয়েটারগুলো আরও আধুনিকায়ন করতে হবে। সভায় শিশু বিশেষজ্ঞ জুনিয়র কনসালট্যান্ট ডা. মনোয়ার হোসেন জানান ক্লিনিকগুলোতে সিজারের সময় বাচ্চা প্রসবের পর প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা থাকতে হবে। বিশেষ করে নরমালে বাচ্চা প্রসবের পর নাকে ময়লা জমে থাকে পরে বাচ্চার শরীরে এর বিরূপ প্রভাব পড়ে । এজন্য ক্লিনিক মালিকদের সচেতন হওয়ার পরামর্শন দেন তিনি। ক্লিনিক মালিকরা জানান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। তাছাড়া একজন সার্বক্ষনিক চিকিৎসক নিযুক্ত করার ব্যয়ভার মিটানো খুব কঠিন হবে। পরে মনিটরিং টিমে ক্লিনিক মালিকের প্রতিনিধি প্রেরন করার নির্দেশনা দিয়ে সিভিল সার্জন মোস্তফা জামান চৌধূরী মত বিনিময় সভার সমাপ্তি করেন।

পঞ্চগেড় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, September 20, 2023 | 9/20/2023 11:21:00 PM

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব: - পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ পঞ্চগড় চেক বিতরণ করা হয়েছে। 
বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়াস্থ বাসভবন চত্বরে আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে চেক বিতরণ করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. নাঈমুজ্জামান মুক্তা। এর আগে চলতি মাসে দরিদ্র অসহায় রোগীর চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৫ লাখ পঞ্চাশ হাজার টাকার ১১ টি চেক রোগীদের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে কয়েকজন দলীয় নেতাকর্মীও আছেন। মুক্তার সুপারিশে এসব অনুদানের চেক বরাদ্দ করা হয়। এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি পঞ্চগড়-১ আসনের তিনটি উপজেলা ও একটি পৌরসভায় প্রায় ৫০০ অসুস্থ অসহায় মানুষের জন্য ৩০ হাজার থেকে তিন লক্ষ টাকার পর্যন্ত আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন আর আগামীতে নৌকা মার্কায় ভোট দিবেন।’ পঞ্চগড় সদর উপজেলার রাজারপাট ডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা বেগম (৬০) বলেন, ‘আমি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় বাসায় রয়েছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই। এখন প্রধানমন্ত্রী আমার সুস্থতার জন্য যে টাকা দিয়েছে, তা দিয়ে চিকিৎসা করাব।’ তেঁতুলিয়ার তীননইহাটের জাহানারা বেগম (৬৫) বলেন, অনেক দিন ধরে অসুস্থ। এ টাকা দিয়ে আমরা চিকিৎসা করিয়ে সুস্থভাবে বাঁচার চেষ্টা করব।’ চেক পেয়ে হাসি মাখা মুখে এমন অনুভুতি সকলেই ব্যক্ত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহসানুল হক লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুজ্জামান হাসানাত, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও জনপ্রতিনিধিসহ গণমাধ্যমককর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ে বৃক্ষমেলা শুরু

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, September 3, 2023 | 9/03/2023 11:53:00 PM

পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :”গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পঞ্চগড়ে ১৪ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা কর্মসূচির শুরু উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সরকারী অডিটরিয়াম চত্ত্বরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা বন বিভাগের যৌথ আয়োজনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।পরে মেলায় অংশ নেওয়া নার্সারী স্টল গুলো পরিদর্শন করেন অতিথিরা। পরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, বিভাগীয় সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মধূসদন বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেন অতিথিরা। এবারের মেলায় ৩০টি স্টলে ১৪ দিনে প্রায় অর্ধকোটি টাকার চারা বিক্রির আশা করছেন বন বিভাগ। এর আগে বৃক্ষরোপন অভিযান উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক কার্য্যালয় হতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

তিন সপ্তাহ বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর চালু

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, August 24, 2023 | 8/24/2023 11:09:00 PM

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় ও তেতুঁলিয়া উপজেলা প্রতিনিধি :টানা তিন সপ্তাহ পর চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে পাথর আসতে শুরু করেছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) থেকে পাথর আসার তথ্যটি নিশ্চিত করেছেন স্থলবন্দরের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী মিয়া।তিনি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বন্দরে ভারত থেকে পাথরবাহী ট্রাক প্রবেশ করছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পাথর আসায় কর্মচাঞ্চল্যতায় ফিরছে দেশের গুরুত্বপূর্ণ বন্দরটি। আজ ৯ ট্রাক বন্দরে প্রবেশ করবে। আগামী শনিবার থেকে পুরোদমে ভারত থেকে পাথর আসবে আমাদের বন্দরে। তবে ভুটানের পাথর আসা বন্ধ রয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, বৃহস্পতিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পাথর আমদানি শুরু হয়েছে। চলতি আগস্ট মাসের ১ তারিখ থেকে শুল্ক কর বৃদ্ধি করার কারণে ব্যবসায়ীরা লোকসান হওয়ার ভয়ে ভারত থেকে পাথর আমদানি করা বন্ধ রেখেছিলেন। শুল্ক বিভাগের সিদ্ধান্তই বহাল রয়েছে। সে ভিত্তিতেই আমদানিককারকরা পাথর আমদানি করতে শুরু করেছেন। 
বৃহস্পতিবার কিছু পণ্যবাহী (পাথর) ট্রাক বন্দরে প্রবেশ করেছে। পাথর আসার মধ্য দিয়ে আবার সেই প্রাণ চঞ্চলতা ফিরে পাবে।এর আগে পাথর ব্যবসায়ীরা জানিয়েছিলেন, ৩১ জুলাই শুল্ক বিভাগ ব্যবসায়ীদের চিঠি দিয়ে প্রতি মেট্রিক টন ভারতীয় পাথরে (বোল্ডার) অ্যাসেসমেন্ট ভ্যালু (শুল্ক) ১২ ডলার থেকে ১৩ ডলার করার কথা জানায়। আর ভুটানের পাথরে (ভাঙা পাথর) প্রতি মেট্রিক টনে অ্যাসেসমেন্ট ভ্যালু (শুল্ক) ২১ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলার করা হয়েছে। এ রেটে পাথর আমদানি করলে লোকসানে পড়তে হবে ভেবে তারা ১ আগস্ট থেকে পাথর আমদানি বন্ধ রেখেছিলেন।এতে করে ভারত থেকে টানা ২৩ দিন ও ভুটান থেকে দেড় মাসেরও বেশি সময় ধরে বন্দরটিতে পাথর আসা বন্ধ থাকায় অচল হয়ে পড়ে চারদেশীয় স্থলবন্দরটি। বন্দরটিতে ৯৫% পাথর নির্ভর হওয়ায় ভারত ও ভুটান থেকে প্রতিদিন ৩৫০-৪৫০ ট্রাকে পাথর আমদানি হতো। সেখানে পাথর না আসায় তা কর্মচাঞ্চল্য হারিয়ে ফেলে বন্দরটি। কর্মহীনতায় পড়ে হাজার হাজার শ্রমিক। পাথরের ট্রাক বিহীন শুন্য হয়ে পড়ে স্থলবন্দরের ইয়ার্ড। ইমিগ্রেশনে যাত্রীপারাপারও চলছে ধীরগতিতেই। বিপাকে পড়েছে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ীরা।
কাস্টমস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় ৫ কোটি ৭৪ লক্ষ টাকা বেশি আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ বছরে ৫৮ কোটি ৩৩ লক্ষ টাকা রাজস্ব আহরণের লক্ষ্য মাত্রা নির্ধারণ করে দেন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয়েছে ৬৪ কোটি ৭ লক্ষ টাকা। অর্থ বছরের জুন মাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ কোটি ৫৭ লক্ষ টাকা। আদায় হয়েছে ১৫ কোটি ৭৪ লক্ষ টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় জুনে আদায় বেশি হয়েছে ১২ কোটি ১৭ লক্ষ টাকা। কিন্তু এ কিছুদিন পাথর আমদানি বন্ধ থাকায় রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।তবে পাথর আমদানি ছাড়া ভারত ও নেপাল থেকে মেশিনারিজ, প্লাস্টিক দানা, ভুট্টা, অয়েল কেক (খৈল), আদা, গম, চাল, ফল ইত্যাদি ও নেপাল ও ভুটান থেকে উৎপাদিত ও বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য আমদানি করা হচ্ছে। একই ভাবে দেশ থেকে পাট ও পাটজাত পণ্য, আলু, ব্যাটারি, কোমল পানীয়, গার্মেন্ট সামগ্রী, ক্যাপ, হ্যাঙ্গার, সাবান, বিস্কুট, চানাচুর, জুস, কাচ, পার্টস, কটনব্যাগ, ঔষুধ, মোটর সাইকেলসহ বিভিন্ন দ্রব্য রপ্তানি চলমান রয়েছে। 

পঞ্চগড়ের আটোয়ারীতে চা ও লাউ এর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, August 15, 2023 | 8/15/2023 12:08:00 AM

এ রায়হান চৌধূরী রকি,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পূর্ব শত্রুতার জেরে ২০ শতক জমির চা-বাগান ও লাউ গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পাবনা হোমিও হলের মালিক মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ মিনারুল ইসলামের নিজস্ব ক্রয়কৃত জমিতে।
জানা যায়, রবিবার ভোরে বাগানে নিরানি দিতে গিয়ে মিনারুল দেখেন যে তার কয়েক বছরের চা বাগানে লাগানো লাউ গাছের খুটিসহ সব গাছ কেটে ফেলেছে। পরে তিনি স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তি এবং আটোয়ারী থানায় মৌখিক ভাবে অভিযোগ করেন। উল্লেখ্য যে, ২০০৫ সালে মিনারুল একই গ্রামের মোঃ আব্দুল কাদেরের কাছে ওই জমি ক্রয়সূত্রে ভোগ দখল করে আসছে। আর গত ১০ বছর ধরে সে ওই জমিতে চা-বাগান করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১৮-ই জুলাই বাগান দেখতে গেলে দেখেন যে, কে বা কাহারা তার পুরো জমির প্রায় ২০ শতক জমির চা-বাগানে আগাছা নাশক কীটনাশক দিয়ে মেরে ফেলছে। পরে অজ্ঞাত নামে আটোয়ারী থানায় একটি জিডি দায়ের করেন। এতেও শান্ত হয়নি দুর্বৃত্তরা রবিবার ভোরে তার আবাদ করা লাউ গাছের খুটিসহ সব কেটে ফেলায় আটোয়ারী থানায় কয়েকজনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা জানান, আমি এই বিষয়ে কয়েকজনের নাম উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং কি আমি নিজেই ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করে এসেছি। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসব।

পঞ্চগড়ে নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, August 4, 2023 | 8/04/2023 07:43:00 PM

এ রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দায়িত্ব পালন অবস্থায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবল ফিরোজ আহম্মেদ (২৭) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার গভীর রাতে (রাত আড়াইটায়) জেলা শহরের সোনালী ব্যাংকের সামনে পুলিশ বক্সে এই ঘটনা ঘটে। স্ত্রীর সাথে ঝগড়ার পর অভিমান করে নিজ রাইফেল দিয়ে গলায় গুলি করে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। ফিরোজের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর আফতাবগঞ্জ এলাকায়। সে ওই এলাকার আবু সাঈদের ছেলে। ঘটনার পর পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ পুলিশের উর্ধ্বতন কর্তপক্ষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ছুটে আসেন। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, ফিরোজ গত ৩১ জুলাই পঞ্চগড় সোনালী ব্যাংক গার্ডে যোগদান করেছিল। বৃহস্পতিবার গভীর রাতে জেলা শহরের পঞ্চগড় সোনালী ব্যাংক প্রধান শাখায় দায়িত্ব পালনরত অবস্থায় নিজ রাইফেল দিয়ে গলায় গুলি করে। এসময় অন্যান্য সহকর্মীরা গুলিবিদ্ধ অবস্থায় ফিরোজকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মির্জা সাইদুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। সুরতহাল ও ময়নাতদন্তের পর কনস্টেবল ফিরোজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ওসি জানান। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা সাইদুল ইসলাম জানান, রাত আড়াইটার সময় তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। এসময় তার মুখ, নাক, কান ও মাথা দিয়ে রক্ত ক্ষরণ হচ্ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গলার নিচে ও মাথার উপরে একটি ক্ষত চিহৃ ছিল। সম্ভবত এটি একটি বুলেট ইনজুরি বা গুলিবিদ্ধ অবস্থায় অস্বাভাবিক মৃত্যু। পুলিশ, হাসপাতাল ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ফিরোজ তার স্ত্রী উপমার সাথে মোবাইলে কথা বলছিভলেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফিরোজ গলায় গুলি চালায়। ফিরোজের স্ত্রী উপমাও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি ছিলেন।

ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, July 18, 2023 | 7/18/2023 02:10:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব: ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর সামাদ (৭০) নামের এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কণা বালাপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, কণা বালাপাড়া গ্রামের আব্দুর সামাদ (৭০) ও তার ছেলে আমন ধান রোপণ করতে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ মোটরে সংযোগ দিতে যান। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
এ সময় তার ছেলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভাউলাগঞ্জ বাজারে স্থানীয় গ্রাম্য চিকিৎসক এর কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, July 5, 2023 | 7/05/2023 06:24:00 PM

এ রায়হান চৌধুরী রকি, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাতের আধাঁরে চোরাই পথে সীমান্ত অতিক্রম করে ভারতে করে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুজল আলী (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গভীর রাতে মরদেহটি তার বাড়িতে নেয়া হলে গোপনে দাফন করার চেষ্টা করা হয়।
পরে থানা পুলিশ খবর পেয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে বুধবার (০৫ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এর আগে সোমবার (৩ জুলাই) ভোর রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্তের মেইন পিলার ৪৪০ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সুজন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার ভোর রাতে স্থানীয় ৬/৭ জন চোরাকারবাড়ীসহ সুজন চোরাই পথে ভারতে গরু আনার জন্য তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা দিয়ে নীলফামারী ৫৬ বিজিবির অধিনস্ত সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্তের মেইন পিলার ৪৪০এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছুঁড়লে এসময় তার দুই পায়ের উরু ও অ-কোষে আঘাত পেয়ে গুরুতর আহত হয় সুজন।
পরে তাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পুলিশি ঝামেলা এড়াতে রংপুরের প্রাইভেট ক্লিনিকে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যান সোলেমান আলী বলেন, সুজন নামে স্থানীয় একজন সড়ক দূঘটনায় মারা গেছে মর্মে সংবাদ পাই। পরে খোঁজ নিয়ে জানতে পারি ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
তেতুঁলিয়া মডেল থানা পুলিশ ও সুকানী বিওপি বিজিবির ফোন পেয়ে আমি নিহতের বাসায় ছুটে যাই। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিএসএফের গুলিতে সুজন নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করেছে। সুরতহালে তার উরু ও অন্ডকোষে গুলি লাগার প্রমাণ মিলেছে। বুধবার সকালে লাশ পোষ্টমোর্টেমের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবার যদি কোন অভিযোগ করে তাহলে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আসাদুজ্জামান হাকিম গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, কিভাবে আর কার গুলিতে মারা গেছে তা নিশ্চিত হতে বিজিবি খোঁজ খবর নিচ্ছে।

পরিবেশবান্ধব মালচিং পেপার ব‍্যবহার করে বেবি তরমুজ চাষ

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, June 23, 2023 | 6/23/2023 03:02:00 PM

এ.কে.এম আশাদুল আলম প্রধান, চিলাহাটি ওয়েব : পরিবেশবান্ধব মালচিং পেপার ব‍্যবহার করে বেবি তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন রাবেয়া বেগম। দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসীর রাবেয়া বেগম ও তার স্বামী আব্দুস সাত্তার সমন্বিত কৃষি ইউনিট (কৃষিখাত) এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় ১৫ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে বেবি তরমুজ চাষ শুরু করেন। খরচ হয় ১৭ হাজার টাকা। আর বিক্রি করেছেন ৩০ হাজার টাকার।
রাবেয়া বেগম চিলাহাটি ওয়েবকে বলেন- শার্প এর সহযোগিতায় এবং পরামর্শে আমি বেবি তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছি। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিকূলতায় এ জাতের তরমুজের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকায় সাফল্যের মুখ দেখেছেন তিনি। 
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান- এই অঞ্চলে এই প্রথমবারের মতো বেবি তরমুজ চাষ হয়েছে।
আমরা কৃষকদের বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে থাকি। এই পরিবারের দেখে আশেপাশে অনেকেই এই তরমুজ চাষে আগ্রহ হচ্ছে।

সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবু আটক

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 17, 2023 | 6/17/2023 03:14:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : সাংবাদিক নাদিম হত্যায় জড়িত থাকার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ে ভারত সীমান্তের একটি গ্রাম থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রাম থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে বলে জানিয়েছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তাঁর ধারণা, বাবু এই পথ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন। তার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আটক হন।
স্থানীয় সূত্র চিলাহাটি ওয়েবকে জানায়- তিস্তাপাড়া এলাকার মমতাজুল এর বাড়িতে বাবু অবস্থান করছিলেন। এ খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। 
গত ১৪ জুন বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  গত ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ২.৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বেবি তরমুজ চাষে সাফল্য

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, June 14, 2023 | 6/14/2023 03:05:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : বড় আকৃতির ফল তরমুজ। তরমুজের ওজনের বেশির ভাগই পানি। পানির পরিমাণ বেশি হয়ায় তরমুজ পানি শূন্যতা দূর করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। নিয়মিত তরমুজ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, চুলও সুন্দর হয়। প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ পাওয়া যায়। এ জন্যেই বাংলাদেশের কৃষক ও ভোক্তাদের মধ্যে ফলটির উৎপাদন বৃদ্ধি ও ক্রেতার সংখ্যা দিনদিন বাড়ছে।
প্রচলিত অনেক প্রজাতির তরমুজের মধ্যে বারোমাসি ‘বেবি তরমুজ’ অন্যতম। মাচা পদ্ধতিতে ‘বেবি তরমুজ’ চাষ করে সাফল্য অর্জন করেছেন দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসীর রাবেয়া বেগম ও তার স্বামী আব্দুস সাত্তার।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়ন এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় ১৫ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে বেবি তরমুজ চাষ শুরু করেন রাবেয়া।
খরচ হয়েছে ১৪ থেকে ১৭ হাজার টাকা। এ পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৬০০ টির মতো যার বাজার মূল্য ৩০ হাজার টাকা। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিকূলতায়
এ জাতের তরমুজের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকায় সাফল্যের মুখ দেখেছেন তিনি।

পঞ্চগড়ে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 25, 2023 | 5/25/2023 07:41:00 PM

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পাইপড ওয়াটার সাপ্লাই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এমপি। এসময় পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সায়হান আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হ্নষিকেশ চন্দ্র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কাজ পরিচালনা করবেন ঢাকার আল জুবায়ের টেড্রার্স এর সত্তাধিকারী বাদল সরকার।

আটোয়ারীতে ১০ দিন ব্যাপী নারীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনি

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 14, 2023 | 5/14/2023 05:51:00 PM

এ রায়হান চৌধুরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১০ দিন ব্যাপী নারীদের অয়বর্ধকনমূলক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও সন্মানি ভাতা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হুমায়ুন কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা, রাধানগর ইউপি চেয়ারম্যান মো: আবু জাহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক বলেন- প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আশ্রয় পাওয়া নারী পুরুষদের যাতে কোন সমস্যা না হয় এজন্য জেলা ও উপজেলা প্রশাসন সব সময় খোঁজ খবর নিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে দেশের কোন মানুষ যাতে ভূমিহীন গৃহহীন না থাকে। এজন্য দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন জেলা হয়েছে পঞ্চগড়। পঞ্চগড় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অক্লান্ত প্রচেস্টয় পঞ্চগড় আজ ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে নির্বাচিত হয়েছে। আর এ কারনেই এই জেলার আশ্রয়নের নারী পুরুষদের উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে আসার জন্য প্রশিক্ষন সহ নানা কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোচনা শেষে জেলা প্রশাসক আটোয়ারী উপজেলার ৩৬০ জন প্রশিক্ষনার্থীদের হাতে প্রশিক্ষণের সন্মানি ভাতা প্রদান করেন। এ প্রশিক্ষণের মাধ্যেমে উপকারভোগীদের গাভী পালন, হাঁস ও মুরগী পালন, বসতবাড়ীতে শাক-সবজি চাষ ও কবুতর পালন শেখানো হয়েছে। এই টাকা দিয়ে হাঁস, মুরগি কিনে লালন পালন করার পরামর্শ দেন তিনি।
এ সময় সহকারী কমিশনার (ভুমি) শায়লা সাইদ তন্বী, সিনিয়র সহকারি কমিশনার মো: জাকির হোসেন, উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কৃষকের লাশ উদ্ধার করলো হাইওয়ে পুলিশ

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 8, 2023 | 5/08/2023 06:44:00 PM

এ রায়হান চৌধুরী রকি,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া বাইপাস সড়কে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তির রক্তাক্ত লাশ পড়ে ছিল । খবর পেয়ে ভজনপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। ঘটনাটি রবিবার রাত নয়টার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের বিজয় স্মরনী বাইপাস এলাকায়।
নিহত শফিকুলের বাড়ি উপজেলার আজিজনগড় এলাকায় । সে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। ভজনপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম জানান রাত নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় তেঁতুলিয়া উপজেলার বিজয় স্মরনী বাইপাস সড়কে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মাখা লাশ উদ্ধার করা হয়, সেই সাথে বাইসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
নিহতের মাথায় গুরুতর জখম হয়ে অনবরত রক্ত বের হতে দেখতে পাই। পরে এলাকাবাসী ও স্বজনরা নিহতের পরিচয় নিশ্চিত করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি জানায় ট্রাক, পিকআপ অথবা মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয় শফিকুল। তদন্ত করা হচ্ছে হাইওয়ে থানাগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে এই দূর্ঘটনার কথা। যদি কোন ট্রাক বান অন্য কোন যানবাহনের সামনের অংশে ভাঙ্গা বা অন্য কোন লক্ষন বোঝা যায় তাহলে সাথে সাথে জব্দ করা হবে।
তেঁতুলিয়া থানার পরিদর্শক তদন্ত আরমান আলী জানান ঘটনাস্থলে লাশ উদ্ধারে হাইওয়ে পুলিশের সাথে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কাজ করছে।

পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 3, 2023 | 3/03/2023 10:11:00 PM


ডেস্ক : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) তিন দিনের বার্ষিক জলসা বন্ধের দাবিতে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুসল্লিরা। এ সময় পুলিশ ও মুসল্লিদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। স্থানীয়রা জানান, আজ শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা একত্রিত হয়ে কাদিয়ানিদের জলসা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ তাতে বাধা দিলে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ দুই পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ সময় কাদিয়ানি সম্প্রদায়ের অনুসারীদের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবাব বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের ডাকে সহস্রাধিক মুসল্লি প্রায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

আটোয়ারীতে ভুট্টা ক্ষেতের সাথে শত্রুতা

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 25, 2023 | 1/25/2023 12:38:00 AM

এ রায়হান চৌধুরী রকি,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পূর্বশত্রুতার জের ধরে প্রায় এক একর ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনাটি উজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে ঘটেছে ।
এ ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলাও রুজু করা হয়। সরজমিনে গিয়ে জানা গেছে, বামনকুমার এলাকার মৃত মমিন উদ্দীন এর পুত্র বীরমুক্তিযোদ্ধা মাইনউদ্দীন এর ভোগদখলীয় প্রায় এক একর জমি একই এলাকার মৃত সমির উদ্দীন এর পুত্র আব্দুল সাত্তার কাছে বর্গা চাষের জন্য দেন। সেই জমিতে ভুট্টা আবাদ করেন সেই বর্গাচাষী সাত্তার । ভুট্টার গাছ বড় হলে তা ভেঙ্গে নষ্ট করে ফেলেন একই এলাকার শশি মোহাম্মদ এর পুত্র আজগর, সামসুল,আনারুল সহ তার পরিবারের লোকজন পরে এই ঘটনায় বীরমুক্তিযোদ্ধা  মইন উদ্দীন বাদী হয়ে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করেন। এতে বিবাদী পক্ষের আসামী সামসুল আলম ও ইয়াসিন আলীকে আটোয়ারী থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে বর্গাচাষী সাত্তার নতুন করে ভুট্টা রোপন করলে উক্ত আসামী জামিনে এসে পুনরায় কীটনাশক স্প্রে করে ভুট্টা ক্ষেত নষ্ট করেন বলে অভিযোগ সূত্রে জানাগেছে। এ ঘটনায় বিবাদী শশি মোহাম্মদ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানার সাথে কথা বললে তিনি জানান, এই ঘটনায় ইতিপূর্বে একটি মামলা রুজু করে একজন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আবার সে জামিনে এসে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটোয়ারীতে ৭শ শীতার্তদের মাঝে কম্বল বিতরন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, January 14, 2023 | 1/14/2023 03:59:00 PM

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব ও অসহায় ৭ শত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে "দি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ" এর অর্থায়নে ও রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু জাহেদের সার্বিক সহযোগিতায় উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হত দরিদ্র, অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইসিএবি'র এফসিএ মোঃ এমরান হোসেনের সঞ্চালনায় রাধানগর ইউপির চেয়ারম্যান মোঃ আবু জাহেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি'র চেয়ারম্যান এফসিএ মোঃ মিজানুর রহমান, আটোয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানাসহ ওই সংগঠনের আরো অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে স্বাগত বক্তব্য রাখেন এফসিএ এ কে এইচ হাসিফ সওদাগর। আইসিএবি'র চেয়ারম্যান এফসিএ মোঃ মিজানুর রহমান জানান, "আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও আত্ম মানবতার সেবায় নিয়োজিত। আমাদের বেতনের অংশ থেকে কিছু জমিয়ে তা একত্রিত করে মানব সেবায় কাজে লাগাই। আমরা চাই আমাদের বিলাসিতা কিছুটা কমিয়ে মিতব্যয়ী হয়ে দেশের অসহায় গরীব অসচ্ছল মানুষের মুখে হাসি ফোঁটাতে। পঞ্চগড় দেশের সর্বোত্তরের জেলা এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে শীতের প্রকোপ কিছুটা বেশি তাই এই অঞ্চলের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ আমরা নিয়েছি এবং ভবিষ্যতে মানুষের সেবায় আরো বিভিন্ন কাজ করে যাবো আমরা"।

আটোয়ারীর সীমান্তঘেষা অসহায় মানুষের পাশে বিজিবি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত ঘেষা অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার উপজেলার ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ে মাঠে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮বিজিবি) আয়োজনে অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় পাঁচশত জন গরিব ও দুঃস্থ শীর্তাতের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী প্রায় পাঁচশত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন, ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্ণেল মো: সোহরাব হোসেন। এ সময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো. মাহফুজুল হক, গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের দুলালসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি সেক্টর কমান্ডার বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীর ধামোর গাছবাড়ী সীমান্ত এলাকায় অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসা প্রদান করেন, মেডিকেল অফিসার ডা. মেজর আমিনুর ইসলাম ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ।

ভাউলাগঞ্জে দুস্থদের মাঝে প্রশিকার শীতবস্ত্র বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, January 12, 2023 | 1/12/2023 12:51:00 PM

আপেল বসুনীয়া, ওয়েব : উত্তরে সীমান্ত এলাকায় শীতের প্রকোপ বেশি হওয়ায় এই এলাকার হতদরিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আজ বৃহস্পতিবার দুপুরে প্রশিকা চিলাহাটি উন্নয়ন এলাকার আওতাধীন ভাউলাগঞ্জ শাখা অফিসে প্রায় ২০০ জন দুস্থ-অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র চিলাহাটি এরিয়া ম্যানেজার বেলাল হোসেন এর সভাপতি উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নীলফামারী ও পঞ্চগড় জোন বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হরুন অর রশিদ, দেবীগঞ্জ উন্নয়ন এলাকার শাখা ব্যবস্থাপক সুধাংশু নার্থ রায়, বাংলাদেশ আওয়ামীলীগ চিলাহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজমুল করিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাউলাগঞ্জ শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 3, 2023 | 1/03/2023 03:40:00 PM

গোলাম মোস্তফা রাঙ্গা, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের বিরলস্থ পিকনিক স্পট স্বপ্নপুরীতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্দ্যেগে বার্ষিক বনভোজন, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের বিভাগীয় প্রধান ও সকল জেলা ও ব্যাটালিয়নের ইউনিট প্রধানগণসহ পঞ্চশোগড় জেলা ও উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ সপরিবারে অংশগ্রহণ করেন। ৩১ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানটি শিশুদের প্রাধন্য দিয়ে তাদের মনোবিকাশের বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো হয়। শিশুদের বল নিক্ষেপ, মহিলাদের জন্য বালিশ খেলা এবং বড়দের জন্য হাড়িভাঙ্গা খেলার আয়োজন করা হয়। বিকালে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার উপস্থাপনায় সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশিত হয়। বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ০১ আনসার ব্যাটালিয়ন, ঠাকুরগাঁওয়ের পরিচালক ড. লুৎফর রহমান; নীলফামারী জেলার আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মাদ গাদ্দাফী; পঞ্চগড় আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম; দিনাজপুরের আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী; কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোঃ ইবনুল হক; পঞ্চগড় আনসার ও ভিডিপি’র সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদুজ্জামানসহ বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার আরো অনেকেই।