Showing posts with label পঞ্চগড়. Show all posts
Showing posts with label পঞ্চগড়. Show all posts

আটোয়ারীতে তিন জুয়াড়ী আটক

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 2, 2023 | 1/02/2023 10:37:00 PM

এ রায়হান চৌধুরী রকি,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়ার আসর থেকে তিন জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এস.আই সাগর আলী’র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা এলাকার একটি বাঁশ ঝাঁড়ের ভেতরে জুয়া খেলার আসর থেকে জুয়াড়ীদের আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়াড়ী দৌড়ে পালিয়ে যায়। আটককৃতরা হলো রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামের অহিরুল ইসলামের পুত্র মোঃ শাহ্ আলম (৩৯), রাধানগর নেংরীপাড়া গ্রামের কুলেশ্বর চন্দ্রের পুত্র নরোত্তম চন্দ্র(৪০) ও দক্ষিণ দূর্গাপুর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র আমিনুর রহমান (৪২)। মামলায় আসামীভুক্ত পলাতক আসামীরা হলো রাধানগর নেংরীপাড়া গ্রামের মইনুল ইসলামের পুত্র মোঃ হবিবর রহমান(৩৫), দুহসহ বুড়াবন্দর গ্রামের মোঃ রাসেল (২৬) সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জন। এসময় জুয়ার আসর থেকে নগদ টাকা, মোটর সাইকের সহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জুয়াড়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিজের হাতে তৈরী করে অনলাইনে বিক্রি করেন আটোয়ারী এক নারী উদ্যেক্তা রোজিনা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, January 1, 2023 | 1/01/2023 03:55:00 PM

এ রায়হান চৌধুরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) থেকেঃ নিজের হাতে তৈরী করে অনলাইনে বিক্রি করছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের রোজিনা নামের এক নারী উদ্যেক্তা। হাতের কাজ করা থ্রি-পিচ, দেশীয় শাড়ী, খাদী পাঞ্জাবি ও বেবী ড্রেস নিজেই তৈরী করছেন রোজিনা৷
তিনি তার তৈরী কাপড় সেল করেন অনলাইনে। কয়েকদিন যেতে না যেতেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) আইডি থেকে বন্ধুর তালিকায় থাকা বন্ধুদের থেকে বেশ ভালোই সাড়া পান রোজিনা ৷ চৌদ্দ মাসে লক্ষাধিক টাকার পর্ণ্য বিক্রি করেন তিনি। এতে বেশ লাভবানও হয়েছে রোজিনা৷ ব্যবসার জন্য কাঁচামাল ক্রয় এবং ডেলিভারী দেওয়া থেকে সব কাজ একাই করেন রোজিনা।
জানা যায়, উই নামক ফেসবুক গ্রুপ থেকে স্বপ্ন দেখা শুরু করে রোজিনা৷ তিন মাসের মধ্যে উই গ্রুপে দেওয়া পোস্ট দেখে ধীরে ধীরে উদোক্তা হন তিনি। ৪ পিচ বাটিক থ্রি-পিচ, ১ পিচ হাতের কাজের থ্রি-পিচ, ১০ পিচ খাদি পাঞ্জাবী দিয়ে কাজ শুরু করে রোজিনা ৷ ফেসবুক/উই গ্রুপে পোস্টের মাধ্যমে প্রথম সাত দিনেই বাটিক ও হাতের কাজের পাচঁটি থ্রি-পিচ এবং পাঞ্জাবী ১০ টি বিক্রি হয়ে যায়। এভাবেই তার কাজে সাড়া পেতে শুরু করেন তিনি।
এলাকার বেকার ছেলে-মেয়েদের উদ্যোক্তা হতে সাহায্য এবং দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছে রোজিনা। এ-বিষয়ে রোজীনা বলেন, বই কেনার ৭ হাজার টাকায় উদ্যোগ শুরু করি ১৪ মাসে লাখটাকা সেল করেছি। উই গ্রুপ থেকে আমার অনুপ্রেরণা ও যাএা শুরু।আমি চাই আমার গ্রামের সব বেকার ছেলে - মেয়ে সবাই উদ্যোক্তা হোক নিজে উপার্জন করুক। আমার এলাকায় ২০০ উদ্যোক্তা তৈরি করার চেষ্টা চলছে।

পঞ্চগড়ে মাটিবাহী ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, December 3, 2022 | 12/03/2022 10:24:00 PM

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাটিবাহী ট্রাকের চাপায় রাজন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ( ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গি এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত শিশু রাজন একই এলাকার হবিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চরকডাঙ্গি গ্রামের বাড়ি থেকে বেশ দূরে কয়েকজন শিশুর সাথে খেলা করছিল। এদিকে একটি ট্রাক্টর পাশের একটি জমি থেকে মাটি লোড করে নিয়ে যাচ্ছিলো। একসময় খেলার ছলে বল ট্রাক্টরের সামনে চলে আসে। এসময় শিশু রাজন বলটি নিতে গেলে মাটিবাহী ট্রাক্টরের নিচে পড়ে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এসময় স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে চেয়েরম্যান ঘটনাস্থলে ছুটে যান।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক ইসলাম ট্রাক্টর চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

আটোয়ারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, November 16, 2022 | 11/16/2022 10:24:00 PM

এ রায়হান চৌধূরী রকি,আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে মাননীয় প্রধানমন্ত্রী দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত/অনাবাদি না রাখার নির্দেশনা প্রদান করায় তা বাস্তবায়নের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম সফিকুল ইসলাম, জেলা কৃষি অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, বিএডিসির উপ-পরিচালক মোঃ মোজাহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মুক্তিযোদ্ধা সাংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও গনমাধ্যমকর্মী সহ উপজেলার কয়েক শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, সকল ইউনিয়ন পরিষদ, এসিল্যান্ড অফিস সহ সকল অফিসের সামনে খালি জায়গা পরে আছে সে যায়গাগুলোতে আবাদ করতে হবে। পতিত জমিতে আবাদ করতে বীজ কেনার টাকা না থাকলে আমি টাকা দেব। তবুও এই জেলায় আমরা এক ইঞ্চি জমিও পরিত্যক্ত/ অনাবাদি রাখবো না। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সমগ্র জেলায় মাঠে নেমেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সঠিক ভাবে বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করবে জেলা প্রশাসন।