Showing posts with label দিনাজপুর. Show all posts
Showing posts with label দিনাজপুর. Show all posts

আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 10, 2024 | 2/10/2024 11:42:00 PM

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : বর্ণিল আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ শুভ উদ্বোধন হয়েছে। 
এই ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের খেলার মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও উদ্বোধনী দিনে কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এইসময় অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) কাজী শাহাবুদ্দিন এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন এবি মাতা আমেনা খাতুন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সহকরী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, এবি ফাউন্ডেশনের চীফ-কোর্ডিনেটর জয়ন্ত কুমার রায়, ডা. আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোসলেম উদ্দিন, উপাধ্যক্ষ বিনয় কুমার দাসসহ এবি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ ও অভিভাবকগণ। ৪ দিন ব্যাপী নানা আয়োজনে এই প্রতিষ্ঠানের ৪টি আবাসিক হাউস ও অনাবাসিক শিক্ষার্থীরা অংশ নিবেন।

ঘনিয়ে আসছে সরস্বতী পূজা : প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উত্তরের জেলা দিনাজপুর খানসামা উপজেলার মৃৎ শিল্পীরা। 
সরস্বতী পূজা আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই পূজা উপলক্ষে উপজেলার মৃৎশিল্পীরা এখন বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে সরস্বতী প্রতিমা তৈরীর কাজ করছে। ইতিমধ্যে প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ। সামনে সপ্তাহে শুরু হবে রং-তুলির আঁচড় শেষে পুরোদমে প্রতিমা বিক্রি। এই বেচা-বিক্রি চলবে পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত। শুক্রবার (০৯ জানুয়ারী) সকালে সরেজমিনে উপজেলার পাকেরহাট হাসপাতাল রোড ও বিষ্ণুপুর সেন পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে। এখানে তৈরী হচ্ছে বিভিন্ন আকারের প্রতিমা। পছন্দের প্রতিমার অর্ডার দিতে চলছে ক্রেতাদের আনাগোনা। জানা যায়, প্রতিমা তৈরীর সরঞ্জামাদির মূল্য বৃদ্ধিতে লাভ কম হলেও থেমে নেই মৃৎশিল্পীদের কাজ। সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এ হিন্দুধর্মবালম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা অস্থায়ী মন্দির। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। 
প্রতিমা তৈরীর কারিগরদের সাথে কথা বলে জানা যায়, আকারভেদে প্রতিটি প্রতিমা ৭০০-৩০০০ টাকা দামে বিক্রি করা হয়। বর্তমানে দ্রব্যমূল্যের দাম বেশী হওয়ায় কারিগররা তাদের দৈনিক হাজিরার টাকা লাভ করতে পারছে। এটা নিয়েই তাদের ঐতিহ্য টিকিয়ে রেখেছে। সরস্বতী প্রতিমা অর্ডার দিতে আসা তিতাস সেন নামে এক শিক্ষার্থী বলেন, প্রতি বছরে মত এবারও বাড়িতে সরস্বতী পূজা উদযাপন করব। তাই পছন্দের প্রতিমা ক্রয়ের জন্য অর্ডার দিতে এসেছি। বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে স্কুল ও বাসায় আমাদের আয়োজনের কমতি নেই। পাকেরহাট হাসপাতাল রোডের প্রতিমা তৈরীর কারিগর নরেশ রায় রায় বলেন, প্রায় ২০ বছর ধরে এই কাজ করছি। নিজের চলার মত উপার্জন হয়। তবে জিনিসপত্রের দাম বেশী হওয়ায় লাভ কম তবুও ঐতিহ্য টিকিয়ে রাখতে বিভিন্ন পূজায় প্রতিমা তৈরীর কাজ করছি। বিষ্ণুপুর সেন পাড়া এলাকার মৃৎশিল্পী সবুজ সেন বলেন, যেকোনো পূজা আসলেই প্রতিমা তৈরীর জন্য আমাদের ব্যস্ততা বাড়ে। এবারও এর ব্যতিক্রম নয়। তবে মালামালের দাম বৃদ্ধি হলেও প্রতিমার দাম তেমন বৃদ্ধি হয়নি। এই কাজ শিখেছি লাভ কম হলেও প্রতিমা তৈরী করছি বলে তিনি জানান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস বলেন, এই পূজা শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে পালন করা হয়। তবুও পূজা ও পূজারীদের নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যেই সরকারী নির্দেশনা আমরা প্রচারণা শুরু করেছি। ওসি খানসামা মোজাহারুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা পালনের লক্ষ্যে থানা পুলিশ প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সাথে পূজারীদেরও আহ্বান পূজা সম্পন্ন করেই যেন প্রতিমা বিসর্জন করে তারা। ইউএনও মো: তাজ উদ্দিন বলেন, আনন্দমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। আশাকরি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে।

পার্বতীপুরে দুই কালোবাজারি টিকেট বিক্রেতা গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, February 7, 2024 | 2/07/2024 05:29:00 PM

বদরুদ্দোজা বুলু, চিলাহাটি ওয়েব : বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর থানার (জিআরপি) অফিসার ইনচার্জ সাকিউল আলম এর নেতৃত্বে এক অভিযান চালিয়ে দুই কালোবাজারি টিকেট বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 
আজ ৭ ফ্রেব্রুয়ারি (বুধবার) সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পার্বতীপুর পৌর শহরের সাহেবপাড়া মহল্লার কালু মিয়ার ছেলে খলিল (৩০) ও বাবুপাড়া মহল্লার আবু জাকের এর ছেলে সাদ্দাম (৩৫)। 
পার্বতীপুর থানা পুলিশ (জিআরপি) থানার অফিসার ইনচার্জ সাকিউল আলম সাংবাদিকদের কাছে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টিকিট কাউন্টারের সামনে টিকিট ভাড়ার অতিরিক্ত মুল্যে বিক্রি করার সময় উক্ত দুইজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় ধৃত অভিযুক্ত আসামী খলিল ও সাদ্দামের প্যান্টের পকেট থেকে আন্তঃনগর নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনের মোট ১০টি টিকিট. ২টি এন্ড্রোয়েট মোবাইল ফোন, ২ হাজার ২ শত বিশ টাকা উদ্ধার করা হয়। এসময় অপর আরো ৪ জন কালোবাজারি টিকিট বিক্রেতা সটকে পড়ে। এব্যাপারে পার্বতীপুর রেলওয়ের থানার এসআই কাজল হক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(১) ধারায় মামলা দায়ের করে।

কাহারোল হাট-বাজারে টোল আদায়ের ব্যাপক অনিয়মের অভিযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, February 5, 2024 | 2/05/2024 12:18:00 AM

আমিনুল ইসলাম কাহারোল (দিনাজপুর) ঃদিনাজপুরের কাহারোল উপজেলা হাট-বাজারে টোল আদায়ের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসনের নজরদারী ও মনিটরিং না থাকায় হাট- ইজারাদার তাদের খেয়ালখুশিমত অতিরিক্ত টোল আদায় করছে বলে একাধিক অভিযোগ পাওয়া যায়।
রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪) কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনা শুনেছি আগামী তিন দিনের মধ্যে হাট-ইজারাদার ও অভিযোগকারীদের সাথে বসার সিদ্ধান্ত হয়েছে, ঘটনা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশ থাকে যে উত্তরবঙ্গেও বৃহত্তর হাট-বাজারের মধ্যে কাহারোলের হাট-বাজার উল্লেখযোগ্য। সপ্তাহে দুইদিন এখানে হাট পরিচালিত হয়। এই হাটে প্রতি শনিবার আড়াই থেকে তিন হাজার গরু মহিষ সহ সহ¯্রাধিকের ঊর্ধ্বে ছাগল, ভেড়া ক্রয়-বিক্রয় হয়। প্রতিটি গরু, মহিষ, ছাগল, ভেড়ার সরকারি নির্ধারিত টোলের চেয়ে ৫০ থেকে ৭০ টাকা অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এছাড়াও পুরাতন সাইকেল, ভ্যান সরকারি নির্ধারিত টোলের থেকে দ্বিগুণ টোল আদায় করা হচ্ছে। 
এ ব্যাপারে হাট কমিটির সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন ভুক্তভোগীদের সাথে নিয়ে হাট-ইজারাদারের কাছে জানতে গেলে হাট-ইজারাদার কোন কর্ণপাত না করে উল্টো অশালিন ব্যবহারসহ থানা পুলিশ ডেকে মিথ্যে মামলা করার হুমকি দিলে কাহারোল উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন । কাহারোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিলনসহ ভুক্তভোগীরা বলেন হাটইজারাদার, হাট-ইজারা নেওয়ার পর থেকেই তাদের নিজের খেয়ালখুশি মতো সরকারি নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায় করে আসছে। হাট- ইজারাদার মো. আতিকুর রহমান শাহ্ জানায় অতিরিক্ত যে টাকা নেওয়া হয় সেই টাকা রশিদ লেখক ও পরিচ্ছন্ন কর্মীর মাঝে বন্টন করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী জনসাধারণ হাট ইজারাদারের বিভিন্ন অনিয়মের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার চকসাকোয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা ও কমিটি গঠনের অনুমোদন না দিতে জেলা শিক্ষা কর্মকর্তা লিখিত ভাবে অনুরোধ করলেও সেটি আমলে নেয়নি দিনাজপুর শিক্ষা বোর্ড। 
সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলা দায়ের করেছেন ঐ স্কুলের এক শিক্ষক। খোঁজ নিয়ে জানা যায়, চকসাকোয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ও শিক্ষার পরিবেশ নিয়ে অসংগতি থাকায় দীর্ঘদিন তাদের বেতন বন্ধ ছিল। এই অবস্থায় বেতন প্রদান ও এডহক কমিটি গঠনে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন বিষয়ে আদালতে মামলা দায়ের করেন ঐ স্কুলের সহকারী শিক্ষক মো: আ: রশিদ সরকার। এই মামলার পরে আদালত খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেতন প্রদান করার নির্দেশ দিলেও শিক্ষক প্রতিনিধি মনোনয়ন বিষয়ে কোন আদেশ না দেওয়ায় মামলা চলমান রয়েছে। জানা যায়, ০৬ মাসের জন্য এডহক কমিটির সদস্য সংখ্যা ৪ জন। এরা হলেন অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, সভাপতি ও পদাধিকারবলে সদস্য-সচিব পদে প্রতিষ্ঠান প্রধান। 
অভিভাবক সদস্য পদে মনোনয়ন দেন উপজেলা নির্বাহী অফিসার আর শিক্ষক প্রতিনিধি পদে মনোনয়ন দেন জেলা শিক্ষা অফিসার। সভাপতি নির্ধারণ করেন শিক্ষা বোর্ড। এই অবস্থায় চক সাকোয়া উচ্চ বিদ্যালয় সুষ্ঠু ভাবে পরিচালনার স্বার্থে ও নিয়মিত কমিটি গঠন করার লক্ষ্যে ঐ স্কুলের প্রধান শিক্ষক মো: তহিদুল ইসলাম বুলেট দিনাজপুর শিক্ষা বোর্ড এর কাছে এডহক কমিটি গঠনের প্রস্তাব জমা দেন। এই সময়েই বাঁধে মূল বিপত্তি ও জটিলতা। কমিটি গঠনের জন্য গত নভেম্বর মাসের ২৯ তারিখে জেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষক প্রতিনিধি মনোনয়ন দিলেও পরে জানতে পারেন যে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন বিষয়ে বিজ্ঞ খানসামা সহকারী জজ আদালত, দিনাজপুর-এ মামলা চলমান রয়েছে তাই শিক্ষক প্রতিনিধি সদস্য মনোনয়ন বাতিলসহ এডহক কমিটি অনুমোদন না দেওয়ার জন্য ১২ ডিসেম্বর দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শককে অনুরোধ করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম। তবে এই চিঠি উপেক্ষা করে গত ৯ জানুয়ারী এডহক কমিটি অনুমোদন দেন বিদ্যালয় পরিদর্শক মো: আবু হেনা মোস্তফা কামাল। এই ঘটনায় সংক্ষুব্ধ হয়ে ২৪ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেছেন ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: জুলফিকার রহমান । এডহক কমিটির বৈধতা নিয়ে মামলার বাদী ঐ স্কুলের শিক্ষক জুলফিকার রহমান বলেন, শিক্ষক প্রতিনিধি সদস্য মনোনয়নের বিষয়ে সকল শিক্ষকদের সাথে কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সেই সাথে মামলা চলমান থাকার পরেও এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে তাই ন্যায় বিচারের স্বার্থে আমি আদালতের দ্বারস্থ হয়েছি। আশাকরি আমরা ন্যায় বিচার পাব আদালতে। এই বিষয়ে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আ: রশিদ সরকার বলেন, আমরা মামলা প্রত্যাহারের আবেদন দিয়েছি। ১৩ ফেব্রুয়ারী মামলার ধার্য্য তারিখ আছে আশাকরি সেদিন এটি নিষ্পত্তি হবে। বিদ্যালয় পরিদর্শক মো: আবু হেনা মোস্তফা কামাল মুঠোফোনে বলেন, সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার স্বার্থে এডহক কমিটি গঠন করা হয়। তবে আইনি কোন জটিলতা থাকলে কমিটি বাতিল হবে বলে তিনি জানিয়েছেন। জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি মুঠোফোনে বলেন, এই বিষয়ে ফোনে বিস্তারিত কথা বলা সম্ভব নয়। অফিসে আসেন কথা হবে।

ফুলবাড়ী থানা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভুট্ট নির্বাচিত হন। 
গতকাল রবিবার দুপুর ১২টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। এতে সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম, মোঃ মোশারফ হোসেন, মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সঞ্জয় কুমার, মোঃ এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন বিন আমজাদ, কোষাধ্যক্ষ সোহাগ কিবরিয়া, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, দপ্তর সম্পাদক মোরশেদুল রহমান, সাহিত্য সম্পাদক এসএম জাকির হায়দার, সাংস্কৃতিক সম্পাদক লিটন হায়দার, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, সমাজকল্যান সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও সদস্য শ্রী প্রবীর গাঙ্গুলী, রাফিউল ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, লাতু খান, বীরেন্দ্রনাথ শর্মা কৈলাশ, মোঃ নূর ইসলাম, শাহানুর রহমান শাওন, শাহাজালাল, রবিউল ইসলাম, জাহেদুল ইসলাম, আরিফুল ইসলাম, অরুন কুমার, মোঃ আবু হেলাল সরকার ও মেহেদী হাসান রুবেল। ফুলবাড়ী থানা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। এ সময় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খানসামায় অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, February 3, 2024 | 2/03/2024 11:42:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের বিদায়, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে এসব আয়োজন অনুষ্ঠিত হয়। বাসুলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ রাজ্জাকের সভাপতিত্বে ও মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ স ম গোলাম কিবরিয়া (জেহাদ) এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. তাজ উদ্দিন। এই সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ, শিক্ষার্থী-অভিভাবকগণ ও সুধীজন।

সাংবাদিক অমর চাঁদ গুপ্ত অপু’র পিতা মৃত্যুবার্ষিকী রোববার

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র পিতা স্বর্গীয় শ্যামলাল গুপ্ত’র আজ ৪ ফেব্রুয়ারি ১৬ তম মৃত্যুবার্ষিকী। 
মৃত্যুবার্ষিকীতে স্বর্গীয় শ্যামলাল গুপ্ত’র আত্মার শান্তি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির চত্বরে পূজা-অর্চনাসহ শ্রী শ্রী ভগবত গীতা পাঠ ও হরিনাম কীর্তনের আয়োজন করা হয়েছে। শ্যামলাল গুপ্ত ২০০৮ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে ফুলবাড়ী পৌর এলাকার চকচকা গ্রামের নিজ বাসভবনে পরলোক গমন করেন। উল্লেখ্য, স্বর্গীয় শ্যামলাল গুপ্ত দৈনিক কালবেলা পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী উত্তর লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক রীতা রানী কানু’র শ্বশুর এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ’র দাদা ছিলেন।

অভিভাবকদের সচেতনতায় উঠান বৈঠক

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, February 1, 2024 | 2/01/2024 11:22:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করার লক্ষ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ১৪৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সংশ্লিষ্ট সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় এই উঠান বৈঠক চলমান রয়েছে। সরেজমিনে দেখা যায়, পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছিট আলোকডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রিফুজী পাড়া ও সরকার পাড়ায় উঠান বৈঠক করতেছে। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকারী নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা, স্কুল ও বাড়ির কাজে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা করার লক্ষ্য নিয়েই এই উঠান বৈঠক করা হচ্ছে। ছিট আলোকডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডালিম চন্দ্র রায় বলেন, মূলত বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি শতভাগ নিশ্চিত করার লক্ষ্যেই এই উঠান বৈঠক। পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষকদের সাথে অভিভাবকদের ভূমিকা অনেক বেশী গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সচেতনতা মূলক কাজ চলমান রেখেছি। উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক বলেন, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এই কার্যক্রম। সকলের সহযোগিতায় এটি অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন বলেন, পরিবারের পরেই প্রাথমিক বিদ্যালয় থেকে সবাই শিক্ষা গ্রহণ করে। এইজন্য প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিদর্শনের সাথে যেকোনো সহযোগিতা করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

১৪ মাস ধরে বেতন বঞ্চিত এক স্কুল শিক্ষক

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 31, 2024 | 1/31/2024 12:33:00 AM

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মন্টু আলী ১৪ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন পার করছে। এ নিয়ে অত্র বিদ্যালয়ে কোন কমিটি না থাকায় বেতন প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর নির্দেশনা প্রদান করেন। তবে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই নির্দেশনা প্রতিপালন করতে অনীহা দেখাচ্ছেন। 
খোঁজ নিয়ে জানা যায়, কুমুড়িয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ মন্টু আলী মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং- ১০৯৩২/২০২৩ নির্দেশনা মোতাবেক ২০২৩ সালের ১৪ মে আবেদনটি নিষ্পত্তি করেন। এতে অত্র বিদ্যালয়ের কোন প্রকার কমিটি না থাকায় খানসামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বেতন-ভাতাদি প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সাময়িক বরখাস্ত থাকাকালীন পূর্ণাঙ্গ বেতন-ভাতা প্রদান না করা ও ৬০ দিনের মধ্যে সাময়িক বরখাস্তের বিষয়টি নিষ্পত্তি না করায় এবং সাময়িক বরখাস্তের মেয়াদ ৬ মাস অতিক্রান্ত হওয়ায় মহামান্য হাইকোর্টের রীট নং- ১৮৬১৬/২০১৭ এর নির্দেশনা মোতাবেক তাকে স্ব-পদে বহাল করার জন্যও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বর্তমানে বিদ্যালয়টিতে কোন প্রকার কমিটি না থাকায় পরবর্তীতে কমিটি গঠন হলে সে কমিটির মাধ্যমে তাঁকে স্ব-পদে বহাল করতে বলা হয়েছে।
জানা যায়, গত কয়েক বছর ধরে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে মোখছেদ আলী ও মন্টু আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এঘটনা স্কুলে হাতাহাতি, মানববন্ধন ও মামলা পর্যন্ত গড়িয়েছে। এবিষয়ে অত্র বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত সহকারী শিক্ষক মোঃ মন্টু আলী বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনে মামলা নিষ্পত্তি এবং শিক্ষা বোর্ড আমাকে বেতন-ভাতাদি প্রদানের জন্য নির্দেশনা প্রদান করলেও অজ্ঞাত কারণে আমাকে দেওয়া হচ্ছে না দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় খুবই কষ্টে দিন পর করছি। তবে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোখছেদ আলী মুঠোফোনে জানান, মন্টু আলী বিদ্যালয়ে নিয়মিত না আসার কারণে বেতন দেওয়া হচ্ছে না। তিনি নিয়মিত স্কুলে আসলেই তাঁকে বেতন দেওয়া হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজ উদ্দিন বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেতন প্রদানের জন্য ইতিমধ্যেই ঐ বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

চিলাহাটিতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 30, 2024 | 1/30/2024 09:24:00 PM

আপেল বাসুনীয়া, চিলাহাটি ওয়েব : আসন্ন ডোমার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জামাল উদ্দীন আহম্মেদ জামান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতা-কর্মী এবং এলাকাবাসিদের নিয়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা করেছেন।
গতকাল সোমবার সন্ধায় চিলাহাটির কেতকীবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় বিভিন্ন পেশার সুধী ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ।
বক্তারা তাদের বক্তেব্যে বলেন- জামাল উদ্দীন আহম্মেদ জামান দীর্ঘদিন থেকে সমাজ সেবার পাশাপাশি বিভিন্ন সামাজকি উন্নয়ন সংগঠনের সাথে জড়িত আছেন, এছাড়াও তিনি বেসরকারী অরাজনৈতিক ও দাতব্য কল্যানমূলক প্রতিষ্ঠান উত্তরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ।
তিনি এলাকার অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়ে সাহায্য করে যাচ্ছেন এবং ওনার প্রতিষ্ঠান উত্তরা ফাউন্ডেশনে শত শত বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং তিনি বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন ।
উনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আরও সক্রিয় ভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন । তাই আমরা চাই জামাল উদ্দীন আহম্মেদ জামান ভাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হোক।
আমরা ডোমার উপজেলাবাসী সকলে মিলে যোগ্য ব্যক্তি জামাল উদ্দীন আহম্মেদ জামান ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতে মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।

বাঁশের বেড়ায় তৈরী হওয়া নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় এখন সেরা শিক্ষা প্রতিষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 29, 2024 | 1/29/2024 11:13:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: উত্তরের জেলা দিনাজপুরের অন্যতম দূরবর্তী খানসামা উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৫৯ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে বাঁশের বেড়ায় প্রতিষ্ঠিত হওয়া নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় এখন সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 
জানা যায়, উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামে ১৯৫৯ সালে অত্র অঞ্চলের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠে। ঐ স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মরহুম আব্দুল জব্বার শিক্ষাকে সবার আগে গুরুত্ব দিয়ে খানসামা উপজেলার মত একটা প্রত্যন্ত অঞ্চলে সকলের সহায়তায় দায়িত্ব ভার গ্রহণ করেন। সেই থেকে সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থী সংখ্যা ও স্কুলের অবকাঠামো। সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকেরহাট থেকে চেহেলগাজী যাওয়ার রাস্তার পাশে মূল ফটক দিয়ে প্রবেশ করেই দেখা যায় ক্লাস শুরু হওয়ার আগেই চলছে জাতীয় সংগীত গাওয়া ও পিটি-প্যারেড। এরপরে একটু এগুলেই চোখে পড়বে ৩ তলা ২ টি ভবন, শ্রেণীকক্ষ, খেলার মাঠ, গ্যারেজ ও মেয়েদের কমন রুম। মূল ভবনে রয়েছে প্রধান শিক্ষক কক্ষ, শিক্ষক কক্ষ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও বিজ্ঞান ল্যাবরেটরী। তবে শিক্ষার্থী সংখ্যার চেয়ে শ্রেণীকক্ষ কম হওয়ায় পাঠদান দিতে ভোগান্তিতে পড়তে হয় বলে জানিয়েছে ঐ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৭৭০ জন ছাত্র-ছাত্রী এই স্কুলে পড়ালেখা করছে। এদের পাঠদানের জন্য ১৬ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী চাকুরীরত আছেন। ২০২৩ সালসহ বেশ কয়েকবার এই স্কুল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়া নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান শাখার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার শতকরা ৯৭.০৪% ও জিপিএ-৫ পেয়েছে মোট ৪৭ জন। অন্যদিকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতকরা পাশের হার ৯৭.৬২% ও জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। সেই সাথে বৃত্তি পরীক্ষায় রয়েছে সাফল্য। এছাড়াও ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সৃজনশীল নানা আয়োজনে এই প্রতিষ্ঠানের সরব উপস্থিতি আছে। সম্প্রতি উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫তম বিজ্ঞান মেলায় মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়। ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহাম্মেদ মাহি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই এই স্কুলের শিক্ষার মান ও সুনাম শুনে ভর্তির আগ্রহ। সেই কারণেই এই বিদ্যালয়ে ভর্তি হয়েছি। স্কুলের সকল শিক্ষক আমাদের পাঠদানে অত্যন্ত আন্তরিক সবসময়। খানসামা উপজেলার সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছর প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয়, নার্সিং-এ ভর্তি হয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীবৃন্দ প্রশাসন, বিচার বিভাগ, প্রকৌশল,চিকিৎসা সেবা ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা সহ দেশ সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। সেই দেশের নানা ক্রান্তিলগ্নে এই শিক্ষার্থীরা তাদের সাধ্যমত কাজ করে। ঐ স্কুলের সাবেক শিক্ষার্থী ও বিসিএস (সড়ক ও জনপথ) এর ৩৭ ব্যাচের কর্মকর্তা মো: আমানউল্লাহ আমান বলেন, এই স্কুলের শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়। পরবর্তীতে এই শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রেই মফস্বলের এই স্কুলের শিক্ষার্থীরা উজ্জ্বল স্বাক্ষর রেখে যাচ্ছি। এ স্কুলের সাবেক শিক্ষার্থী ও খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল বলেন, আমাদের আবেগের জায়গা হল নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়। এই স্কুলে পড়ে আজ আমি একটা জায়গায় পৌঁছেছি। এইজন্য প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। 
নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার সাথে সাথে দেশ ও দশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। শিক্ষক ও কর্মচারীদের মেধা ও পরিশ্রমে এই স্কুল আজ সর্বমহলে প্রশংসিত হয়। স্কুলের অর্জন রাখতে ও পরিসর বৃদ্ধি করতে সকলের সহায়তা ও পরামর্শ প্রয়োজন। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশী শিক্ষিত তারা তত বেশী উন্নত। এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

ফুলবাড়ীতে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটের অভিযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, January 19, 2024 | 1/19/2024 11:58:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী থেকে:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে ছাগল কর্তৃক গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট। ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মোঃ লিমন এর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮/০১/২০২৪ ইং তারিখে বিকেল ৪টায় একই গ্রামের মেহেদুল ইসলাম, পিতা- আফান মন্ডল, মোঃ আশিক, পিতা- আইয়ুব, মোঃ দিপু, পিতা- বাবুল। তাদের ছেড়ে দেওয়া ছাগলগুলি মিনা বেগমের গাছপালা খেতে থাকে। এতে বাধা দিলে তার দলবদ্ধ হয়ে মোছাঃ মিনা বেগম (৩৫), স্বামী- মোঃ লিমন, মোঃ সিরাজ (১৬), পিতা- লিমন কে উল্লেখ্য ব্যক্তিরা তাদেরকে বেদম মারপিট করে আহত করে। এই অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমান মিনা বেগম ও পুত্র সিরাজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় মিনা বেগম জানান, আমার লাগানো সিম গাছ প্রতিদিন তাদের ছেড়ে দেওয়া ছাগলগুলি খেয়ে যায়। এতে আমার লাগানো সিম গাছগুলি নষ্ট কয়ে দিচ্ছে। আমি ও আমার পুত্র বাধা দিলে তারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে আমাদেরকে মারপিট করে। আমি বিষয়টি ফুলবাড়ী পৌর মেয়রকে অবগত করে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছি। এই ঘটনায় আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

বিরামপুরে মৃত বড়ভাইকে দেখতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের বিরামপুর উপজেলায় মৃত বড়ভাই দছির উদ্দিনকে (৬৫) দেখতে গিয়ে ছোট ভাই হবিবর রহমানের (৫৮) মৃত্যুর ঘটনা ঘটছে। 
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডল। গতকাল বুধবার (১৭ জানুয়ারি)সন্ধ্যায় অসুস্থতা জনিত কারণে বিরামপুর উপজেলার ৬ নং জোতবানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মির্জাপুর খয়েরবাড়ী গ্রামের মৃত নছির উদ্দিনের বড় ছেলে দছির উদ্দিনের মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ পেয়ে পাশেই বসবাসরত তার ছোট ভাই হবিবর রহমান তাকে দেখতে যান। দেখাশেষে আজানের সময় নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে যাওয়ার পথে স্ট্রোক করেন। চিকিৎসার জন্য বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মৃত্যুবরন করেন। একই দিনে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিরামপুর উপজেলার ৬ নং জোতবানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মির্জাপুর খয়েরবাড়ী গ্রামে জহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাদের দাফন করা হবে বলে জানিয়েছেন জোতবানী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক।

ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ভুট্টা ক্ষেত কেটে ফেলে প্রতিপক্ষরা

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 17, 2024 | 1/17/2024 11:42:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী, প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া গ্রামে প্রতিক্ষরা ০৫ শতক জমিতে লাগানো ভুট্টা ক্ষেত কেটে ফেলেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আবু ইলিয়াস চৌধুরীর পুত্র মোঃ শরিফুল ইসলাম মিঠুর গত ১৬/০১/২০২৪ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬/০১/২০২৪ইং তারিখে সন্ধ্যা মোঃ শরিফুল ইসলাম মিঠু রাজারামপুর মৌজার জেএল নং-১২১, খতিয়ান নং- এসএ ২৬ ও ৩১৫ এবং দাগ নং-০৯ ও ৩১, জমির পরিমান-৪ একর। উক্ত জমিতে উন্নত মানের ভুট্টা চাষ করেন। এর মধ্যে ০৫শতক জমির ভুট্টা কেটে ফেলেন প্রতিক্ষক একই গ্রামের মোঃ হারিছুল ইসলাম, পিতা: মৃত রাজা নাসির উদ্দীন চৌধুরী; মোঃ আব্দুর সালাম চৌধুরী, পিতা: খাজা নাজিমুদ্দীন চৌধুরী; উভয়ের সাং-রাজারামপুর চৌধুরীপাড়া, মোঃ রাজু, পিতা: মোঃ এনামুল সাং রাজারামপুর মৎস পাড়া, উপজেলা: ফুলবাড়ী, জেলা: দিনাজপুর। তাদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা চলমান রয়েছে। মোঃ শরিফুল ইসলাম মিঠু গত ১৬/০১/২০২৪ইং তারিখে সন্ধ্যায় খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন কে বা কাহারা জমিতে লাগানো ভুট্টা কেটে ফেলে দেয়। এতে তার ১৫হাজার টাকার অধিক ক্ষতিসাধণ হয়। সরকার যেহেতু খাদ্য উৎপাদনে কৃষকদেরকে সহযোগীতা করছেন। ঠিক সেই মুহুর্তে কে বা কাহারা এই ভুট্টা ক্ষেত নষ্ট করে দেন। এ ব্যপারে মোঃ শরিফুল ইসলাম মিটু জানান, অতি কষ্ঠে আমি ঐ জমিতে অধিক ফসল ফলানোর জন্য উন্নত মানের ভুট্টা চাষ করি। কিন্তু প্রতিপক্ষরা আমার জমিতে লাগানো ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়। এ ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা নিকট বিষয়টি অবগত করেছি। আমার পিতার পয়ত্রিক সম্পত্তি দখল করার লক্ষে প্রতিপক্ষরা উঠেপড়ে লেগেছে।

প্রধানমন্ত্রী'র পক্ষে খানসামা উপজেলায় উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন ইউএনও

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 15, 2024 | 1/15/2024 11:32:00 PM

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : কনকনে এই শীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন। 
এরই অংশ হিসেবে সোমবার (১৫ জানুয়ারী) ভেড়ভেড়ী ইউনিয়নের নবুশাহপাড়ায় চক্ষু প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শীতের শুরু থেকে এপর্যন্ত প্রায় ২৫০০ নিম্ন আয়ের মানুষ, বীর মুক্তিযোদ্ধা, অস্বচ্ছল পরিবার, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষ ও এতিমখানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইউএনও মো.তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসন এর নির্দেশনা অনুযায়ী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি সকল সার্মথ্যবানদের প্রতি আহ্বান তাঁরাও যেন পাশে দাঁড়ায়।

পার্বতীপুরে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, January 13, 2024 | 1/13/2024 11:44:00 PM

রাজু কুমার দাস, পার্বতীপুর : দিনাজপুরর পার্বতীপুরে বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত অনুমানিক দেড়টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। 
রবীন্দ্রনাথ সরেন দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা অসুখে ভুগছিলেন। ১ জানুয়ারি তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউয়ে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত মঙ্গলবার তাঁকে বাড়িতে আনা হয়। আজ শনিবার তাঁর শেষকৃত্য। রবীন্দ্রনাথ সরেন কৃষিকাজের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন–সংগ্রামে যুক্ত ছিলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন তিনি। তিনি ১৯৯০ সালে নওগাঁর আঘোর নিয়ামতপুরে প্রথম সিধু-কানু চাঁদ ভৈরব স্মৃতিসংঘ প্রতিষ্ঠা করেন এবং এই অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রামগাথা তুলে ধরেন। ১৯৯৬ সালে নওগাঁর মহাদেবপুরের নাটশালে তিনিই প্রথম কারাম উৎসব শুরু করেন, যা পরবর্তী সময়ে সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়ে। ১৯৯৩ সালে তিনি জাতীয় আদিবাসী পরিষদ গঠন করেন। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার তেভাগা চত্বরে সিধু–কানুর ম্যুরাল নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০০১ সালে আলফ্রেড সরেন হত্যার প্রতিবাদে তিনি আন্দোলন করেছিলেন। ফুলবাড়ি কয়লা খনিবিরোধী আন্দোলনে তিনি ভূমিকা রাখেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমির অধিকার ও স্বাধীন ভূমি কমিশন গঠনে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। তাঁহার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব,হাফিজুল ইসলাম প্রামানিক,পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব, আমজাদ হোসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি –বাবু কৈলাশ সোনার সাধারণ সম্পাদক বাবু-দিপেশ রায় এবং পার্বতীরের স্থানিয় অঙ্গসংঠনসহ বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু কুমার দাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কনকনে শীতে খানসামা উপজেলায় বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগীর সংখ্যা

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে দিনাজপুরের খানসামা উপজেলায় বেড়েছে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগীর সংখ্যা। বর্তমানে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত রোগীর চেয়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশী বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 
শনিবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড মিলে প্রতিদিন ৫০-৫৫ জন রোগী ভর্তি হলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন ১০-১২ জন রোগী ও শ্বাসকষ্টের সমস্যায় ৭-৮ জন রোগী ভর্তি হচ্ছেন। অন্য সমস্যার রোগী ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেশী হলেও আন্তরিকতার সহিত রোগীদের সেবা দিচ্ছে হাসপাতালের চিকিৎসক, নার্স-মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীরা। সেই সাথে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে এখন রোগীর ভিড় বাড়ছে। 
পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সপ্তাহ থেকে শীত বাড়ার সাথে সাথে উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। জরুরী বিভাগ ও বর্হিবিভাগে প্রতিদিন গড়ে ৩৫-৪০ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং ৯-১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। সেই সাথে জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা তুলনামূলক বেশী বলে জান যায়। উপজেলার বাহাদুর বাজার এলাকার খালেদা বেগম (৫০) গত বুধবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। তিনি বলেন, হঠাৎ করে ডায়রিয়া পরে হাসপাতালে আসলে ডাক্তার ভর্তির পরামর্শ দেয়। চিকিৎসক ও স্বাস্থ্যর্মীদের ট্রিটমেন্টে আগের চেয়ে এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো। শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে জরুরী বিভাগে ২ বছর বয়সী এক শিশুকে নিয়ে সেবা নিতে আসেন ছাতিয়ানগড় গ্রামের নূর মোহাম্মদ। চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনডোরে ভর্তি করান। তিনি বলেন, ডায়রিয়া ও চেহারা ফ্যাকাসে হওয়ায় হাসপাতালে ভর্তি করাইছি এখন চিকিৎসা চলমান রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা.শামসুদ্দোহা মুকুল বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া রোগী বেড়েছে। এসময় সবাইকে সচেতন থাকতে হবে এবং শিশুদের প্রতি যত্নশীল হতে হবে। পাতলা পায়খানা শুরু হলে মুখে খাবার স্যালাইন বার বার খাওয়াতে হবে। প্রয়োজনে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। 
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মলয় কুমার মন্ডল বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার ঘাটতি নেই। এছাড়া খোলা ও বাসি খাবার পরিহারের পাশাপাশি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকারও পরামর্শ দেন এই কর্মকর্তা। শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। জেলায় এ সপ্তাহে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমে যেতে পারে বলে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান।

বিরামপুরে বেড়েছে সরিষার চাষ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, January 10, 2024 | 1/10/2024 10:54:00 PM

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : উত্তরের জনপদ দিনাজপুরের বিরামপুরে মাঠে মাঠে হলুদের সমাহার, প্রকৃতি সেজেছে হলুদ সাজে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে প্রকৃতি প্রেমিদের। মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে আর রাস্তায় সরিষার ফুলের সুভাষ ছড়াচ্ছে, মুগ্ধ হচ্ছে পথচারীরা। 
দেশে ভেষজ তেলের চাহিদার তুলনায় উৎপাদন কম। এসব ভেষজ তেল আমদানি করতে হয় বেশির ভাগ দেশের বাহির থেকে। বাহির থেকে আমদানিকৃত তেলের মূল্য বৃদ্ধি দিন দিন বেড়েই চলছে।দেশি বাজারে সয়াবিন, সরিষা, পামেলসহ বিভিন্ন প্রকার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তেলের দাম স্বাভাবিক রাখতে এবং চাহিদা মেটাতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বেড়েছে সরিষার চাষ।আমন ধান কাটাই- মাড়াইয়ের পর জমি ৩ মাস ফেলে না রেখে বাড়তি আয় করতে একই জমিতে সরিষা চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা। কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ। বিরামপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে আশানুরূপ সরিষার আবাদ হয়েছে। উপজেলার জোতবানী ইউনিয়নের একইর মঙ্গলপুর গ্রামের কৃষক হাফিজুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় তিন হাজার থেকে চার হাজার টাকা। প্রতি বিঘায় সরিষা উৎপাদন হয়ে থাকে ৬ থেকে ৭ মণ। সরিষা চাষে উপযোগী আবওহায়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন তিনি। তবে উৎপাদন খরচ কম ও দাম ভালো পাওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন এসব এলাকার কৃষকেরা। বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন,কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে কৃষি অফিস থেকে মোট ৩ হাজার ৭০০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করা হয়েছে।অন্যদিকে অন্য ফসলের তুলনায় সল্প সময়ে লাভজনক হওয়ায় কৃষকেরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন,চলতি মৌসুমে বিরামপুর উপজেলায় ১ হাজার ৭৬০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ১ হাজার ৮৪৫ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫ হেক্টর জমিতে বেশি আবাদ করা হয়েছে।

শীতার্তদের পাশে খানসামা থানা পুলিশ

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : এই কনকনে শীতে দরিদ্র শীতার্তদের পাশে দিনাজপুরের খানসামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম। বুধবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার বাসুলী, জাহাঙ্গীরপুর গোবিন্দপুর, মাদারডাংগা ও টংগুয়া এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। 
এসময় উপস্থিত ছিলেন এসআই ইবনে ফরহাদ, এসআই দিবাকর রায় ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ওসি মোজাহারুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের নির্দেশেনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবানরা নিজ নিজ এলাকায় এগিয়ে আসলে এই শীত গরীব ও ছিন্নমূল মানুষের জন্য কষ্টের হবে না। আবহাওয়া অফিসের তথ্য মতে, আজ বুধবার খানসামায় সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত উত্তরের মানুষের জনজীবন।