বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃরংপুরের বদরগঞ্জে দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র নিয়ে
আকস্মিক হাজির হন বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার
আঞ্জুমান সুলতানা। গতকাল শুক্রবার(৯জানুয়ারি)সকালে উপজেলা
কালুপাড়া ইউপির বগুড়া পাড়া গ্রামের অসহায় মানুষের মাঝে
অর্ধশত কম্বল(শীত বস্ত্র) বিতরন করেন। এ সময় উপস্থিত
ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)এএসএম শাহাদত
হোসেন।
শীত বস্ত্র গায়ে জড়িয়ে কালুপাড়া বগুড়া পাড়া গ্রামের
বাসিন্দা রোকেয়া বেগম(৯০) ও মহুবা বেগম(৮০)
জানান,“হামার এই বয়সে কোনদিন কোন বড় অফিসার হঠাৎ
হামার গ্রামোত আইসে নাই। এই প্রথম কোন বড়
অফিসার(ইউএনও)হামার গ্রামোত আসি কম্বল দিয়া গেল।
হামরা খুব খুশি হইছি। আল্লাহ্ধসঢ়; ইউএনও ম্যাডামোক আরও
বড় অফিসার বানাউক”।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আঞ্জুমান সুলতানা
জানান,এ উপজেলায় শীতের প্রকোপ অনেক বেশি। শীতবস্ত্র
বিতরন চলমান রয়েছে। আরও চাহিদা পাঠানো হয়েছে।
