আকাশ রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার রাজনীতিতে যুক্ত হলো নতুন গতি ও নেতৃত্বের শক্তি। কেন্দ্রীয় অনুমোদনে জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন পরীক্ষিত ও তুখোড় ছাত্রনেতা হাবিবুর রহমান তুহিন। বর্তমানে তিনি জাতীয় ছাত্র সমাজ বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং সংগঠন পরিচালনায় তার দক্ষতা ইতোমধ্যেই প্রশংসিত। গত ৫ জানুয়ারি জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই নতুন কমিটির অনুমোদন প্রদান করে। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন সংগ্রামী ছাত্রনেতাকে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় রংপুর জেলা জুড়ে এবং বিশেষ করে বদরগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি হয়েছে। হাবিবুর রহমান তুহিন দীর্ঘদিন ধরে বদরগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্র সমাজের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। ছাত্ররাজনীতিতে তার পথচলা শুরু হয় সাধারণ কর্মী হিসেবে। ধাপে ধাপে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও মাঠপর্যায়ের সক্রিয়তায় তিনি উঠে আসেন নেতৃত্বের কাতারে। উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি সংগঠনকে নতুনভাবে সাজাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে বদরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজে নিয়মিত সাংগঠনিক সভা, কর্মী সমাবেশ, সদস্য সংগ্রহ কার্যক্রম এবং ছাত্রদের বিভিন্ন ন্যায্য দাবিতে মাঠপর্যায়ের কর্মসূচি জোরদার হয়। ফলে সংগঠনটি উপজেলায় একটি সুশৃঙ্খল ও সক্রিয় ছাত্রসংগঠন হিসেবে পরিচিতি লাভ করে।
দলীয় সূত্র জানায়, তুহিনের সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও জাতীয় পার্টির রাজনৈতিক দর্শনের প্রতি তার অবিচল নিষ্ঠাই তাকে জেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। নেতাকর্মীরা বলছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রসংগঠনকে শক্তিশালী ও কার্যকর রাখতে তুহিনের মতো মাঠে সক্রিয়, কর্মীবান্ধব ও আদর্শিক ছাত্রনেতার প্রয়োজন ছিল জেলা কমিটিতে।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. হাবিবুর রহমান তুহিন বলেন, আমাকে রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করব। রংপুরে জাতীয় ছাত্র সমাজকে আরও শক্তিশালী করা এবং সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে আমি সবসময় রাজপথে সক্রিয় থাকব। তিনি আরও বলেন, ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ে সংগঠিত আন্দোলন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি ও তৃণমূলকে আরও সুসংগঠিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
হাবিবুর রহমান তুহিন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, তুহিনের নেতৃত্বে রংপুর জেলা জাতীয় ছাত্র সমাজ আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও আদর্শভিত্তিক সংগঠনে পরিণত হবে। নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী দিনে তুহিনের সক্রিয় ভূমিকার মাধ্যমে রংপুর অঞ্চলে জাতীয় পার্টির ছাত্ররাজনীতি নতুন করে শক্ত ভিতের ওপর দাঁড়াবে এবং শিক্ষাঙ্গনে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় ছাত্র সমাজ কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
