আকাশ রহমানড় বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুরের বদরগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগের অত্র ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন মেম্বারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা সহ নানা অভিযোগ রয়েছে। এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন ওসি (তদন্ত) নুরুল আমিন সহ সঙ্গীয় ফোর্স।
