=এস. আই. জীবন =
কারও কাছে বিলাস ঋতু কারও কাছে মহামারী।
কেউ-বা সুখের দাবায় ভাসে, কেহ করে আহাজারি
ছিন্ন মূলের কাঁপন দেখে, চোখে আসে জল।
শীতদাহ্য গায়ে জড়ায়, যেনো শীতের কম্বল।
মালিক যাদের চোখ দিয়েছে, দেয়নি তাদের ধন
যাদের তিনি ধন দিয়েছে, দেয়নি তাদের মন।
ধনীলোকে ধনের নেশায়, অন্ধ তাদের দৃষ্টি
ভুলে যায় মানবিকতা, সবই একের সৃষ্টি।
নেতায় ব্যস্ত নির্বাচনে, ভোটার মরুক শীতে
চেয়ার নিয়ে টানাটানি, হীন রাজনীতিতে।
মানবতার ফেরিওয়ালা, দায় বুঝি আজ তাদের
ওদের কাজ দুর্ভোগ দেখা, গীত গাওয়া ঐ ভূতের।
সড়কের পাশে শীর্ণ আবরণে, কাটায় শীতের রাতি
তাদের দেখে কোথায় লুকায়, ওদের বিবেক প্রীতি
ছিন্ন মূলের কষ্ট দেখেও কাঁদেনা যাদের দিল
মানবতার দুয়ার বন্ধ করে, এঁটে দিয়েছে খিল।
