Type Here to Get Search Results !

পঞ্চগড়ে গণসংযোগকালে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো, চিলাহাটি ওয়েব : জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, গণভোটে হ্যা ভোট দিলে ৭১ থাকবে না বলা মানুষগুলোর ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ষ্ঠ দিনের মত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পঞ্চগড়-১ আসনের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠককালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে প্রচারণা ও উঠান বৈঠকে মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে- দেন নানান প্রতিশ্রুতী। গণভোট নিয়ে সাংবাদিকদের সারজিস বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না- এই থাকবে না, ওই থাকবে না! আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। একই সাথে তিনি বলেন, সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করে- আমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেয়া হবে না। তিনি আরো বলেন, আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা আমরা ১ হাজারেও- বেশি শহীদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূল কারণ ছিল বাংলাদেশের মানুষ সংস্কার চাচ্ছিল। পরিবর্তন চাচ্ছিল। কিন্তু এ সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে লাগবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবে- তারা চাইবে এই গণভোট টা যেন বাস্তবায়ন না হয়। গণভোটে যেন না দেয়া হয়। সারজিস বলেন, আমরা তো এটা কোনদিন চাইতে পারি না। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, আমরা যদি সিস্টেমগুলোর সংস্কার করতে চাই জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর ভারসাম্য রাখতে চাই তাহলেই বাংলাদেশের গণভোটে হ্যাঁ ভোটের বিকল্প নাই। এবং জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই। আমরা বিশ্বাস করি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি জয়যুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মান করবে বলেও জানান সারজিস। এসময় জোটের নেতাকর্মী, জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির নেতাকর্মী ও স্থানীয় ভোটারেরা উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies