আফজাল হোসেন, ফুলবাড়ী থেকে :দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া বৈদনাথপুর এলাবাসীর উদ্যোগে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য সাদেকুল ইসলাম, বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি ও বিশিষ্ট্য সমাজসেবক ও খনি আন্দোলনের নেতা নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ পার্বতীপুর উপজেলা কৃষকদলের হামিদপুর ইউনিয়নের কৃষকদলের সিনিয়র সভাপতি মামুনুর রশিদ মামুন, ফারুক, কিবরিয়া, জাহাঙ্গীর সহ ইউনিয়ন বিএনপির সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোঃ লিয়াকত আলী। এ সময় প্রায় ২ হাজার গ্রামবাসী মোনাজাতে অংশগ্রহন করেন।
