Type Here to Get Search Results !

এলজিইডির ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩’ শেষ

মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও:স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (পকসস-৩)’ ২০২০ সালের জুলাই মাসে শুরু হয়ে চলতি বছরের ৩০ জুন সমাপ্ত হয়েছে। প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার ফলে কর্মসংস্থান হারিয়ে চরম দুঃস্থ অবস্থায় পড়েছেন এর সঙ্গে যুক্ত হাজারো নারী। প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব, বিধবা ও স্বামী পরিত্যক্ত অসহায় নারীদের সড়করক্ষণাবেক্ষণ কাজে যুক্ত করা হয়েছিল। পাঁকা সড়কের পাশের ভেঙে যাওয়া সোল্ডার মাটি ভরাট ও প্রয়োজনীয় মেরামতকাজই ছিল তাঁদের দায়িত্ব। প্রতি ইউনিয়নে ১০ জন করে নারী কর্মসংস্থান পেতেন। সে হিসেবে ঠাকুরগাঁও জেলার ৫৩টি ইউনিয়নে ৫৩০ জন এবং সারাদেশে প্রায় ৪৫ হাজার ৭৮০ জন নারী এই প্রকল্পে নিয়োজিত ছিলেন। উক্ত নারীরা দৈনিক ২৫০ টাকা মজুরি পেতেন। এর মধ্যে ১৭০ টাকা নগদে পাওয়া গেলেও বাকি ৮০ টাকা সঞ্চয় হিসেবে তাঁদের ব্যাংক হিসাবে জমা রাখা হতো। ৩০ জুন ২০২৪-এ প্রকল্পটি শেষ হলে তাঁরা সঞ্চিত অর্থ উত্তোলনের সুযোগ পান। প্রকল্প শেষ হওয়ায় রক্ষণাবেক্ষণকর্মীরা আর মাঠে সক্রিয় নন। ফলে অনেক সড়কের পাশের মাটি ভেঙে যাচ্ছে এবং মূল সড়কে ক্ষতির ঝুঁকি বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, মেরামতের ব্যয় এখন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। প্রকল্পটি পুনরায় চালুর জন্য ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৪ (পকসস-৪)’ একনেকে একাধিকবার তোলা হলেও অনুমোদন পায়নি। ফলে হাজারো নারী শ্রমিক এবং প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মহীন হয়ে পড়েছেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন অনুষ্ঠানে নারীর সমঅধিকার ও অংশগ্রহণের কথা জোর দেওয়া হলেও, বাস্তবে গ্রামীণ নারীদের কর্মসংস্থান নিশ্চিত করা এখনো অনিশ্চিত। সংশ্লিষ্ট মহল এলজিইডির নতুন প্রকল্পটি দ্রুত অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies