Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের উদ্বোধন ও অভিভাবক সম্মেলন

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বীনি শিক্ষার প্রসারে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে সাব-আ সানাবিল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্স। মাদ্রাসার আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে মাদ্রাসা পরিচিতি ও অভিভাবক সম্মেলন উপলক্ষে প্রথম আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩১ ডিসেম্বর ২০২৫ইং (বুধবার) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে, বিদ্যাবাগীশ (চাদরে বাজার সংলগ্ন), ফুলবাড়ী, কুড়িগ্রাম। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, অভিভাবক, সমাজকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, মুহতামিম, নাগেশ্বরী কওমি মাদ্রাসা শায়খ মুহাম্মাদুল্লাহ বোখারী, শাইখুল হাদিস, জামিয়া এসহাকিয়া ইসলামিয়া, কুড়িগ্রাম এবং ওস্তাদ সালীম আব্দুল্লাহ, মুহতামিম, দারুল আমান মাদ্রাসা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জায়নাল আবেদীন, পরিচালক, মারকাযুল কোরআন মহিলা মাদ্রাসা (আদিতমারী, লালমনিরহাট) শায়খ মুজিবুর রহমান, অধ্যক্ষ, ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা (তিস্তা , লালমনিরহাট) মাওলানা ইমরান হোসেন হাবিবী, সাধারণ সম্পাদক ও পরিচালক, পিপার এবং মোঃ মশিউর রহমান, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম। অনুষ্ঠানে এলাকার পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ জাহিদুল হক। তিনি বলেন, নৈতিক অবক্ষয়ের এই সময়ে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্স এ অঞ্চলের শিক্ষাব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার এই মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। মাদ্রাসার জন্য জমিদাতার পক্ষে বক্তব্য রাখেন মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিক। তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও ভবিষ্যৎ অগ্রগতির প্রশংসা করেন। বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁরা বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে হলে অভিভাবকদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তাঁরা সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সকে একটি আদর্শ ও যুগোপযোগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, সাব-আ সানাবিল মাদ্রাসা কমপ্লেক্সের সার্বিক পরিচালনা ও অনুষ্ঠান আয়োজন করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক নাহিদ হাসান সার্বিক সহযোগিতা করেন মোঃ আজিজুর রহমান। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা, সুশৃঙ্খল পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সুশোভিত ও সফলভাবে সম্পন্ন হয়। সবশেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, অগ্রগতি ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে তবারোক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies