নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : দেশের সর্ব উত্তরের হিমালয় কন্যা খ্যাত শীত প্রবন পঞ্চগড় জেলায় শীত জেঁকে বসেছে। হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। এই শীতে কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ।কন কনে ঠান্ডায় বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলো বেশী কষ্টে পড়েছে। আয় ইনকার কমে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছে। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারেননি। ঘন কুয়াশা আর শীতল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এদিকে কুয়াশার কারণে সড়কে যান চলাচলও ব্যাহত হচ্ছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।অপর দিকে শীতজনিত নানা রোগের প্রাদূর্ভাব বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশী শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। সোমবার (২৯) ডিসেম্বর সকাল ৯ টায় পঞ্চগড়ে ১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ে গত ১৯ ডিসেম্বরের পর থেকে মৃদু শৈত্যপ্রবাহ কেটে গিয়ে দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। কিন্তু আকাশে মেঘ আর ঘন কুয়াশার কারণে ভূপৃষ্ঠে সূর্যের তীব্রতা ছড়ায় না। এতে দিনের বেলাতেও শীত অনুভূত হচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহে এই এলাকায় আরো মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে তিনি জানান।
