শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ২৭ ডিসেম্বর, শনিবার দুপুর সাড়ে ৩ টায় পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এস এম মুক্তারুজ্জামান। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারী আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, ইসলামী আন্দোলন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রহমান, এবি পার্টির উপজেলা আহ্বায়ক ফজর আলী, উপজেলা প্রশাসন স্কুল- শিশু কানন ফুলবাড়ীর অধ্যক্ষ হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা। মাদক চোরাচালান ও বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ জনতা সমন্বয়ের মাধ্যমে কাজ করার গুরুত্ব উঠে আসে এ সভায়।
