Type Here to Get Search Results !

শিশুদের মেধা বিকাশে বিনোদন কেন্দ্র ভূমিকা রাখে- জেলা প্রশাসক, দিনাজপুর

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনা ও বাস্তবায়নে কুসুমকলি উপজেলা প্রশাসন শিশু পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। গত রবিবার ফুলবাড়ী উপজেলা চত্বরে বিকেল সাড়ে ৫ টায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটার মধ্য দিয়ে নবনির্মিত এই শিশু পার্কের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য এমন বিনোদনকেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুলবাড়ীবাসীর জন্য এই পার্ক একটি সুন্দর উপহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর পরিকল্পনা ও বাস্তবায়নে আজকে কুসুমকলি ও উপজেলা প্রশাসন শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে আমরা সকলে মিলে এই পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণ ও মানোন্নয়নে সবাই সহযোগিতা করবো। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সারোয়ার হাসান কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার সহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies