মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও পৌর শহরের বাজারপাড়া এলাকায় ১৬৮ নং সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ওয়াল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে স্কুলের শিক্ষার্থী ও পথচারীদের মাঝে।
চলমান রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্ঠানটি হওয়ায় এতে দুশ্চিন্তায় রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত স্কুলের সীমানা দেওয়াল সংস্কার করা না হলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে স্কুলে আসা শিশুদের অভিভাবকরা জানান তারা সকল কাজকাম ফেলে এসে স্কুলে তাদের বাচ্চাদের দেখাশোনা করে। হঠাৎ করে যদি স্কুলে কোন দুর্ঘটনা ঘটে তাহলে সেটা কোনোভাবে মেনে মেনে নিতে পারবেন না কোন পরিবার। শিশুদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় পরিবারদের। তাই কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব স্কুলের বাউন্ডারি ঢলে পড়া ও ভাঙ্গা ওয়াল ঠিক করার দাবী জানেন তারা।
সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ মোর্শেদা চৌধুরী বলেন তারা উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করেছেন সমাধানের।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক জানান যত দ্রুত সম্ভব স্কুলের ভাঙ্গা ও ঢলে পড়া সীমানা ওয়ালের বিষয়টি নিয়ে কাজ করা হবে যাতে ছোট শিশুদের কোন ক্ষতি না হয়।
