Type Here to Get Search Results !

হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে উত্তাল পঞ্চগড়

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার দাবীতে পঞ্চগড় উত্তাল হয়েছে। শুক্রবার দুপুরে জুমআর নামাজের পর বাংলাদেশ পন্থি ছাত্র জনতার ব্যানারে শত শত ছাত্র জনতা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইনের নেতৃত্বে বাংলাদেশ পন্থি ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে হাজারো ছাত্র জনতা অংশ নেন। মিছিলটি পঞ্চগড় -তেঁতুলিয়া মহাসড়ক জেলা জজ কোট পর্যন্ত গিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে ছাত্রশক্তি, ছাত্র শিবির সমন্বয়ক ফজলে রাব্বী, গন অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের নেতারা বক্তব্য দেন। বক্তারা আগামি ২৪ ঘন্টার মধ্যে হাদি হত্যাকারীদের গ্রেফতার এবং উন্মুক্ত ঘুরে বেড়ানো আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানায়। দাবী না মানলে আবারো ৫ আগস্টের মত মাঠে নামার ঘোষনা দেন বক্তারা
বিভাগ

Top Post Ad

Hollywood Movies