আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) : জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের অপরাধীদের বিচারের দাবিতে দিনাজপুরের কাহারোলে সর্বান্তরের ছাত্র জনতার আয়োজনে। ১৯ শে ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল টি কাহারোল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে
এক পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তরিকুল ইসলাম, কাহারোল উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (আমিন),কাহারোল উপজেলা ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এন সিপি, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গত ১৮ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে দশটায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী মৃত্যুবরণ করেন।
কাহারোল বেলী ব্রিজ এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করে 'শহীদ শরীফ ওসমান হাদী সেতু' নামে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
