এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : বিএনপি'র দলীয় কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির মামলায় দিনাজপুরের খানসামা উপজেলার ৩ নং আংগারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আরাজী যুগীর ঘোপা নিজ বাড়ি থেকে ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর রুজুকৃত মামলায় এই নেতা আটক হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, ইতিপূর্বেই রুজুকৃত বিএনপির কার্যালয় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আটক আবু বক্কর সিদ্দিককে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
