Type Here to Get Search Results !

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয়োজন

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর তেলিপাড়া তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে খেলাধুলার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে দেশীয় বিভিন্ন খেলাধুলায় মেতে উঠে এলাকার শিশু কিশোর তরুন তরুণী ও নারী-পুরুষ। শেষে ঐতিহ্যবাহী তন্ত্র মন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহবুব আলম মিলন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর ৫ আসনের বিএনপ্#ি৩৯;র মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ মন্ডল,সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাজিম, হামিদপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ ফুলবাড়ী ফাইভ স্টার ক্লাবের সভাপতি মতিউর রহমান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজয় দিবসে খেলাধুলার এমন আয়োজনে খুশি এলাকাবাসী। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জানান শুধু বিজয় দিবসে নয় যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করতে এই ধরনের খেলাধুলার আয়োজন মাঝে মাঝে করা দরকার। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies