নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে ময়নুল হক নামে এক কৃষক পরিবারের জমি দখলের চেষ্টায় পরিবারের উপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে মারধর করে রক্তাক্ত আহত করা হয়েছে।
ঘটনাটি গেলো ১০ ডিসেম্বর (বুধবার) সকালে পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ঘটেছে।
ঘটনায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভুক্তভোগী ময়নুল হক পঞ্চগড় সদর থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহারে জানা গেছে, মন্ডলপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে ভুক্তভোগী ময়নুল হক (৫০) তার পৈতৃক সম্পত্তি দখলে নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। ওই জমি কামাত কাজলদিঘী মৌজার ২৭০ এসএ খতিয়ানের ১০৪৭ দাগে ৪৪ শতক এবং ১০৫১ দাগে ৪৫ শতকসহ মোট ৮৯ শতক জমি।
গত ১০ ডিসেম্বর (বুধবার) সকাল আনুমানিক ৯টার দিকে একই এলাকার সোহেল রানা (৩৫), রাসেল ইসলাম (২৮), রুবেল ইসলাম (৩৮), তাদের পিতা আবু বক্কর ছিদ্দিক (৬৫), হানিফ (৫৩), মকবুল হোসেন (৪৫) ও মোশারফ হোসেন (৪৭) সহ ২০ থেকে ২৫ জন দলবদ্ধভাবে লাঠিসোঁটা নিয়ে তার ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল নেয় এবং মহেন্দ্র ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে শুরু করে।
এ সময় তার মেয়ে (ভুক্তভোগী) মনোয়ারা বেগম ঘটনাটি দেখতে পেয়ে বাড়িতে এসে পরিবারকে খবর দেন। পরে ময়নুল হক তার স্ত্রী ও সন্তানদের নিয়ে জমিতে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নারী ও শিশুরাও আহত হয়।
ভুক্তভোগী ময়নুল হক অভিযোগ করে বলেন, হামলাকারীদের হাত থেকে পরিবারকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। এতে পরিবারের সদস্যরা ও তিনি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। একই সাথে তাদের উপর হত্যার চেষ্টা চালানো হয়। তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে এবং জরুরী সেবা ৯৯৯-এ কল করলে, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা রংপুর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী ময়নুল হক বলেন, থানায় লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে মামলা করেছি। আমাদের জমি জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা করেছে তারা। একই সাথে আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে গুরুত্বর আহত করেছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তবে অভিযুক্ত রুবেল ইসলাম বলেন, জমিটি আমাদের নিজস্ব। জমিতে গেলে- উল্টো তারা আমাদের উপর হামলা চালিয়ে আহত করে।
পঞ্চগড় সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র বলেন, জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এবং উভয় পক্ষকে শান্ত করি। পরে ময়নুল হক লিখিত আকারে থাকায় মামলার এজাহার দায়ের করলে- মামলা গ্রহণ করা হয়। এখন বিষয়টি তদন্তাধীন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া সোমবার (১৫ ডিসেম্বর) মামলার প্রধান আসামী সোহেল রানা বাদে বাকিরা আদালতে উপস্থিত হলে, আদালত রাসেল ইসলাম নামে একজনকে হাজতে পাঠিয়েছে। বাকিরা জামিনে আছে।