Type Here to Get Search Results !

স্বাধীনতার পূর্বের শত্রুরাই পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল— বিএফইউজে সভাপতি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, স্বাধীনতার পূর্বের শত্রুরাই পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। যারা বাংলাদেশকে ভোগ করার চেষ্টা করেছিল এবং যাদের সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা ছিল, তারাই এ হত্যাযজ্ঞ চালায়। উদ্দেশ্য ছিল দেশকে মেধাশূন্য করে দেওয়া। আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক হিংসাত্মক মনোভাব সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতির দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, তাজকির হোসাইন,মামুনুর রশিদ, অহিদুল ইসলাম প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies