নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল নয়টায় দিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান শ্রদ্ধাঞ্জলী অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। এসময় পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় সিভিল সার্জন সহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
সকাল সাড়ে নয়টার দিকে জেলা শহরের বধ্যভূমি চত্তরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা দ্বিতীয়বার শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাস, পুলিশ সুপার রবিউল ইসলাম সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা সুলতানা সহ বীর মুক্তিযোদ্ধা শায়খুল ইসলাম সহ সমন্বয়ক গণ বিভিন্ন শ্রেনী পেষার প্রতিনিধিরা উপস্থিত। এছাড়াও সুবিধামত সময়ে জেলার মসজিদ মন্দির গির্জায় বিশেষ মোনাজাত হওয়ার কথা রয়েছে।
