আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী মহিলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন এয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের বিএনপি’র
মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর সাথে সাংবাদিকদের সাথে এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় স্থানীয় সাংবাদিকদের
সাথে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৫ পার্বতীপুর
ফুলবাড়ী আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর
সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, ভয় ও ভীতির উর্দ্ধে থেকে সাংবাদিকদের কাজ করতে
হবে এবং দল মত নির্বিশেষে আপনাদেরকে সততার সাথে এই পেশা ধরে রাখতে হবে। চোখ
রাঙ্গিয়ে কেউ কথা বললে তার জবাবও দিতে হবে। আগামী দিনে এই নির্বাচন একটি
গুরুত্বপূর্ণ নির্বাচন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর পুত্র এবং বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ব্যক্তি নয়, দল দেখে ধানের শীষ মার্কায় ভোট
দিবেন। ষড়যন্ত্র চলছে এ জন্য সবাইকে সর্তকা থাকতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাষী,
জায়গাদখল, এ সমস্ত কাজে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সে যেই
দলেরে হোক না কেন। বিএনপি আগামীতে নির্বাচনে যাবে এবং বিজয়ী হওয়ার পর দেশে
একটি গণতন্ত্র ফিরে আসবে। আমি আপনাদের পাশে থেকে পার্বতীপুর ও ফুলবাড়ী
নির্বাচনী এলাকায় উন্নয়ন করতে চাই। কারো সাথে আমার কোন বিরোধ নেই। আমি
জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী।
সব বিভেদকে ভুলে গিয়ে আসেন আমরা সবাই মিলে এক সাথে কাজ করি।
সাংবাদিকেরা জাতির বিবেক, আপনারা সমাজের ভালো মন্দ দুটিই তুলে ধরবেন। এ জন্য
আপনাদের কর্তব্য এবং দায়িত্ব। বর্তমান পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী এলাকায়
ফ্যাসিস্ট সরকারের সময় অগনিত রাস্তাঘাট ্ধসঢ়;এখনও পাকা করা হয় নি। তারা শুধু উন্নয়নের
কথা বলেছে, আমি নির্বাচনী এলাকায় শতাধিক উঠান বৈঠক করেছি। কিন্তু কোথাও
দেখলামনা যে গ্রাম গঞ্জের রাস্তাগুলি পাকা হয়েছে। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি
দিচ্ছি আগামীতে আমি নির্বাচীত হলে পার্বতীপুর ফুলবাড়ীর অসমাপ্ত কাজ সমাপ্ত
করব। পরিশেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
