Type Here to Get Search Results !

পঞ্চগড় -২ আসনে দুইটি উপজেলা ও দুটি পৌরসভায় বিএনপি'র প্রচারণা মিছিল অনুষ্ঠিত

নজরুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার আগে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে পঞ্চগড়ের বোদা পৌরসভা সহ পঞ্চগড় -২ আসনের বোদা ও দেবীগঞ্জ দুইটি উপজেলা ও দুইটি পৌরসভায় বৃহস্পতিবার বিকালে প্রচারনা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বোদা পৌর বিএনপির উদ্যোগে ধান হাটি চত্বর থেকে ধানের শীষ মার্কার একটি প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠিত সভায় বোদা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বক্তব্য রাখেন। তিনি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার আহব্বান জানান। তার বক্তব্যে তিনি জানান, এই প্রচারণা মিছিল পঞ্চগড় ২ আসনের বোদা ও দেবীগঞ্জ দুইটি উপজেলা ও দুইটি পৌরসভায় একযোগে অনুষ্ঠিত হয়। প্রচারণা সভা গুলোতে বিএনপি'র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies