আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর (শুক্রবার) দৈনিক ইত্তেফাক পত্রিকার দিনাজপুরের ফুলবাড়ী
সংবাদদাতা ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অনলাইন
নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ এর সম্পাদক সহকারী অধ্যাপক অমর
চাঁদ গুপ্ত অপু’র মাতা স্বর্গীয় রাধা রানী গুপ্তা’র ১৩ তম
মৃত্যুবার্ষিকী।
স্বর্গীয় রাধা রানী গুপ্তা’র ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর
আত্মার শান্তি কামনায় ফুলবাড়ী পৌর শহরের চকচকাস্থ নিজ বাড়ীতে
সকালে পূজা অর্চনা এবং সন্ধ্যায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রী শ্রী কালী
মন্দিরে হরি কীর্তনের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, স্বর্গীয় রাধা রানী গুপ্তা দৈনিক কালবেলা পত্রিকার
ফুলবাড়ী প্রতিনিধি রীতা রানী কানু’র শ্বাশুড়ি এবং দৈনিক
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাবেক ফুলবাড়ী প্রতিনিধি প্লাবন
গুপ্ত শুভ’র দাদি ছিলেন।
উল্লেখ্য, স্বর্গীয় রাধা রানী গুপ্তা ২০১২ সালের ১২ ডিসেম্বর
ভোরে হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে পরলোক গমন করেন।
