আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত।
বুধবার দুপুর ১২টায় ফুলবাড়ী বেসিক এনজিও সংস্থার নিবাহী পরিচালক শ্যামল চন্দ্র
সরকার এর নেতিৃত্বে এক র্যালি
বের হয়। র্যালি শেষে বেসিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক বানবাধিকার দিবস
পালনে সভাপতিত্ব করেন বেসিকের নির্বাহি পরিচালক শ্যামল চন্দ্র সরকার। এতে প্রাধান
অতিথী হিসাবে উপস্তিত থেকে বক্তোব্য রাখেন মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:
আবু শহীদ। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত থেকে বক্তবো রাখেন মো: মোশারফ হোসেন,
গ্রা¤্র আদালত প্রকল্প ফুলবাড়ী উপজেলা সমন্বয়কারী, গীতা কুজুর ইউনিয়ন কো-ডিনেটর
ল্যাম্ব, মোছা: জান্নাতুন ফেরদৌস, গ্রাম সহায়ক সিডিএ। এসময় ফুলবাড়ী উপজেলা
প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: আফজাল হোসেন সহ স্থানীয় গন্য-মান্য ব্যক্তি বর্গ
উপস্থিত ছিলেন। আয়োজনে বেসিক ও ক্লাইমেট জাস্টিস নেটওর্য়াক ইন বাংলাদেশ (সিজেএনবি)।
