Type Here to Get Search Results !

ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়া-আসার সময় তিন বাংলাদেশী আটক

শাহজামাল শাওন, ফুলবাড়ী,( কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্ত দিয়ে বিনা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই ভারত যাওয়া-আসার সময় তিন বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদেরকে ১৫ বিজিবি বালারহাট বিওপির নিকট হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের কথা স্বীকার করে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ১.মোছাঃ বাহাতন বেগম (৪৮), পিতা: আহাম্মদ সরকার,২.মোছাঃ বানেছা (৩০), পিতা: বারেক আব্দুল,৩. মোঃ আলী হক (১৭), পিতা: রেজাউল হক,তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নের সরকারটারী গ্রামের বাসিন্দা। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, বিজিবির দায়ের করা এজাহারের ভিত্তিতে আটক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies