Type Here to Get Search Results !

পদ ফিরে পেলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ফিরে পেলেন বখতিয়ার আহমেদ কচি। এর আগে তার পদ স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। আজ (৬ নভেম্বর ২০২৫) তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি এখন থেকে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বহাল থাকবেন। এ বিষয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, আমি চিঠি পেয়েছি। সামনে নির্বাচনে আমাদের দলীয় প্রধান বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করবেন। ইনশাআল্লাহ, তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাইকে নিয়ে কাজ করে যাব। এর আগে গত ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার নানা অভিযোগের কারণে বখতিয়ার আহমেদ কচির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলÑ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। প্রসঙ্গত, বখতিয়ার আহমেদ দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয় পর্যায়ে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ২০২২ সালে ১৪ মে দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বখতিয়ার আহম্মেদ কচি। সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ওই কমিটির সভাপতি নির্বাচিত হন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies