Type Here to Get Search Results !

ফুলবাড়ীর এলুয়াড়ী ইউনিয়নের ভূমি কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের অনিয়ম দূর্নীর কারণে তার অপসরণের দাবীতে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চত্বরে এক মানববন্ধন করেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় এলুয়াড়ী ইউপির ভূমি অফিসের এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধনে মোঃ মাসুদ রানা অভিযোগ করেন বলেন, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এলুয়াড়ী মৌজার ২৯৮ খতিয়ানে ৩৩৮২ দাগে মূল হোল্ডিং এর জমি না থাকার সত্ত্বেও জাল খতিয়ান জাল খাজনা, জাল মঠ পর্চা দিয়ে টাকার বিনিময়ে খারিজ করে দেন। উষাহার মৌজার ৩০৩ খতিয়ানে ১৪৩০সাল পর্যন্ত খাজনা পরিশোধ থাকার পরেও ১৯৭৬/৭৭ সাল পর্যন্ত তিনি ১৪হাজার ৯শত ১৫টাকা দাবী করেন। পরবর্তীতে ২ হাজার টাকার বিনিময়ে সেই দাবী সংশোধন করে ৫১৬টাকা করে দেন। জগন্নথপুর মৌজার ১৮৮ হোল্ডিং এর ১৪৩০ সাল পর্যন্ত খাজনা পরিশোধ থাকলেও ১৯৮২/৮৩ সাল পর্যন্ত আতিয়ার রহমান খাজনা প্রদান করতে গেলে তার কাছে ১০ হাজার টাকা দাবী করেন। তিনি যোগদান করার পর এলাকাবাসীকে জমির খাজনা, খারিজ করতে গেলে তিনি সব সময় এলাকার সাধারণ জন সাধারনকে হয়রানি করছেন। এছাড়ও তিনি টাকার বিনিময়ে জমির অংশিক খাজনা প্রদান করেন, টাকা না দিলে অতিরিক্ত খাজনা প্রদান করতে হয়। এই সব হয়রারিন কারণে আমরা এলুয়াড়ী ইউনিয়নের সাধারণ মানুষ তার অপসারণের দাবীতে মানববন্ধন করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে মোঃ মাসুদ রানা, মাহমুদল হক, হাফেজ মোঃ রায়হান, মোঃ সোহানুর রহমান, মোঃ খাদেমুল ইসলাম সহ এলাকার অনেকে। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, আমি এ বিষয়ে অবগত নই। তবে কে বা কাহারা একটি ভিডিও ফুটেজ পাঠিয়েছে। এলুয়াড়ী ইউপির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেননি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies