Type Here to Get Search Results !

মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা’র সমাবেশ অনুষ্ঠিত

মজনু সরকার,পার্বতীপুর থেকে : আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু’র বুধবার বিকেল ৫ টায় পার্বতীপুরের স্থানীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা বাবু। নুরুল হুদা বাবুর বড় ভাই শিক্ষক সামসুদ্দোহা দুলু মোনাজাতের মাধ্যমে সমাবেশ উদ্বোধন করা হয়। বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন- জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। পার্বতীপুরের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের রাজনীতিই আমরা করতে চাই। বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে বলেন, জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। আমরা চাই অবাধ নির্বাচন, স্বাধীন বিচারব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবাধিকারের নিশ্চয়তা। গণতন্ত্র ফিরিয়ে এনে একটি ন্যায়ভিত্তিক ও জনগণের বাংলাদেশ গড়াই আমাদের প্রতিশ্রুতি। এসময়ে আমাদের নুরুল হুদার টিমের সদস্য পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies